• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

৬৮ বলের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, ২২:০৮
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল (ছবি: সংগৃহীত)

জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের যুবাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১৩০। ব্যাটসম্যানদের তাণ্ডবে মাত্র ৬৮ বলেই ১ উইকেট হারিয়ে সে লক্ষ্যে পৌঁছে যায় আকবর আলীরা। এ জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে যুবারা।

পচেফস্ট্রুমে ম্যাচটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হয়। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতে খুব একটা খারাপ করেনি জিম্বাবুয়ের যুবারা। ১ উইকেটে ৬৮ রান তুলে বেশ লড়াইয়ে ছিল তারা। তবে সাকিব-শরিফুলদের বোলিংয়ের সামনে মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে যায় জিম্বাবুয়ে শিবির। মাত্র ২০ রানের ব্যবধানে আরও চার উইকেট হারায় তারা। এরপর ১২৭ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা।

পরে ২৮.১ ওভারে জিম্বাবুয়ের স্কোর যখন ৬ উইকেটে ১৩৭ তখনই নামে বৃষ্টি। প্রবল বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও জাগে। তবে বৃষ্টি কমলে অবশেষে মাঠে গড়ায় খেলা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১৩০।

মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার তাণ্ডবে ১৩ বলেই স্কোরবোর্ডে ওঠে ৪১ রান। ১০ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন তিনি। ৩ চার ও ৩ ছক্কায় ৩২০ স্ট্রাইক রেটে এ রান করেন তিনি।

তানজিদ আউট হলেও দ্বিতীয় উইকেট জুটিতে ৯১ রান তুলে বাকি কাজ সারেন পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়। ৩৩ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৫৮ রান করে অপরাজিত থাকেন ইমন। অন্যপ্রান্তে জয় অপরাজিত থাকেন ২৬ বলে ৩৫ রান করে।

উল্লেখ্য, এবারের যুব বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। যেখানে জিম্বাবুয়ে ছাড়াও বাংলাদেশের দুই প্রতিপক্ষ পাকিস্তান ও স্কটল্যান্ড। চার গ্রুপের খেলা শেষে ২৮ থেকে ৩১ জানুয়ারি হবে চারটি কোয়ার্টার ফাইনাল। ৪ ও ৬ ফেব্রুয়ারি হবে দুটি সেমিফাইনাল। ৯ ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ আসরের ফাইনাল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম, অভিষেক দাস, শরিফুল ইসলাম, শাহিন, রকিবুল, হাসান মুরাদ।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড