• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে কারণে মেহেদীকে টপকে পাকিস্তান সফরে হাসান

  ক্রীড়া প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২০, ১৯:৪৯
হাসান মাহমুদ
তরুণ পেসার হাসান মাহমুদ (ছবি: সংগৃহীত)

পাকিস্তান সফরে বাংলাদেশ স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। তবে মেহেদী হাসান রানাও দলে জায়গা পাওয়ার দাবিদার ছিলেন। পারফরম্যান্সে হাসানের চেয়ে অনেক এগিয়ে ছিলেন রানা। এছাড়া এবাদত হোসেনও আলো ছড়িয়েছেন বিপিএলে। এদের টপকে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন হাসান।

গতি ও ভবিষ্যতের কথা ভেবেই হাসানকে দলে নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। হাসানকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমরা তো গতিময় একজন পেসারই খুঁজছিলাম। আর হাসানের স্কিলও খুব ভালো। সে খুব দ্রুত শিখছে। সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ। আমাদের মনে হয়েছে, ও জাতীয় দলের সঙ্গে থাকলে অনেককিছু শিখতে পারবে। ক্যাম্পে থাকলে, সফরে গেলে অনেক কিছুই শেখা যায়।’

মেহেদী হাসান রানাকে দলে না নেওয়ার কারণও জানান প্রধান নির্বাচক। রানাকে আরও দেখার পক্ষে তিনি। নান্নু বলেন, ‘বিপিএলে রানা দারুণ খেলেছে তাতে সন্দেহ নেই। তবে এর আগে এসএ গেমসে সে ভালো করতে পারেনি। এছাড়া বিসিবি একাদশ ও অন্যান্য ম্যাচেও ভালো কিছু করতে পারেনি সে। আমরা চাই, সে আরও কিছুদিন ‘এ’ দল ও অন্যান্য ম্যাচগুলো খেলুক। তাছাড়া, ওর ধরনের পেসার আছে স্কোয়াডে। আমরা গতিময় কাউকে নিতে চেয়েছিলাম, যাকে সামনে কাজে লাগাতে পারি।’

গতির বিবেচনায় হাসানের চেয়ে এগিয়ে রয়েছেন এবাদত। এছাড়া বিপিএলে এবাদতের পারফরম্যান্সও হাসানের চেয়ে ভালো। বাউন্স, ইয়র্কার আর সুইংয়ের জন্যও বিপিএলে নজর কেড়েছেন তিনি। তবে এবাদতকে সংক্ষিপ্ত এ সংস্করণে আপাতত ভাবছে না বিসিবি। নান্নুর ভাষ্যমতে, ‘এবাদতকে টেস্টের জন্য ভেবে রেখেছি আমরা। টেস্টে ওর মতো একজন ফাস্ট বোলার আমাদের প্রয়োজন। এই বছর অনেক টেস্ট আছে। ওকে সেজন্য তৈরি করে তুলতে চাই।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড