• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বিশ্বকাপের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, ১৩:৫৭
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে শনিবার (১৮ জানুয়ারি) আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী।

‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর লক্ষ্য বাংলাদেশের যুবাদের। বাংলাদেশ সময় বেলা ২টায় পোচেফস্ট্রুমের জেবি মার্কস ওভালে ম্যাচটি শুরু হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-৩।

এবারের আসরে খেলছে ১৬টি দল। এদের মধ্যে অভিজ্ঞতা আর জয়ের শতকরা হারের দিক থেকে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। বিশ্বকাপের মিশন শুরুর আগে দুর্দান্ত অবস্থায় আছে টাইগার যুবারা। উজ্জীবিত হয়ে আছে। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া যুব দলের বিপক্ষে ম্যাচটি টাই করে। আর নিউজিল্যান্ড যুব দলের বিপক্ষে ১১২ রান করেও লড়াই করে হারে। আর তাই বাংলাদেশ যুব দল এবার বিশ্বকাপেও ভালো করবে সেই আশা আছে। এবার যুব বিশ্বকাপের ফাইনালে চোখ আছে বাংলাদেশের। দলে বেশ কয়েকজন ম্যাচ উইনারও রয়েছেন।

এর আগে ১২ বারের যুব বিশ্বকাপে ১১ বার খেলে একবারও ফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ যুব দল। ১৯৮৮ সাল থেকে যুব বিশ্বকাপে খেলা শুরু করলেও ২০১৬ সালে বাংলাদেশে হওয়া আসরে সেমি-ফাইনাল খেলে। সর্বোচ্চ সাফল্য এটিই। এবার যুব দলটি শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার আশা করছে। সুযোগ মিললে তো চ্যাম্পিয়নও হওয়া যাবে।

মূল ময়দানে নামার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী বলেন, ‘আমাদের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং; তিন বিভাগই ভালো অবস্থানে আছে। আমাদের দলের সবাই খুবই প্রতিভাবান। আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তা হলে আমরা টুর্নামেন্টের শেষের দিকে যেতে পারব।’

বাংলাদেশ ‘সি’ গ্রুপে রয়েছে। গ্রুপপর্বে সেরা দুই দলের একটি হতে পারলেই সুপার লিগ কোয়ার্টার ফাইনাল উঠে যাবে বাংলাদেশ। সুপার লিগ কোয়ার্টার ফাইনাল জিতলে সুপার লিগ সেমি-ফাইনাল খেলবে। সেমিতে জিতলেই ৯ ফেব্রুয়ারি ফাইনালে খেলা হয়ে যাবে।

জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ শেষে এরপর ‘সি’ গ্রুপের দুই বাকি দল স্কটল্যান্ডের সঙ্গে ২১ জানুয়ারি ও পাকিস্তানের বিপক্ষে ২৪ জানুয়ারি লড়াই করবে বাংলাদেশ যুব দল। দুটি ম্যাচই পোচেফস্ট্রুমে হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড