• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিজ জমজমাট করতে টিকিটের দাম কমাল পাকিস্তান

  ক্রীড়া ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, ১৩:১৬
বাংলাদেশ-পাকিস্তান
ছবি : সংগৃহীত

চরম নাটকীয়তা শেষে চূড়ান্ত হলো বাংলাদেশের পাকিস্তান সফর। সূচি অনুযায়ী চার মাসের মধ্যে তিনবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ। শুরুতে বাংলাদেশের চাওয়া অনুযায়ী শুধু তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজই আয়োজন করবে পিসিবি। পরের দুই ধাপে গিয়ে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

২৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে মাঠভর্তি দর্শক আনতে অনেক কিছুই করছে পাকিস্তান। তার মধ্যে একটি হচ্ছে টিকিটের মূল্য। মাঠে দর্শক টানতে টিকিটের মূল্য কমিয়ে দিয়েছে পিসিবি।

পিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকিটের যে মূল্য ছিল, বাংলাদেশের বিপক্ষে সেটি কমিয়ে দেওয়া হচ্ছে। মাঠভর্তি দর্শক পেতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান বোর্ড।

টিকিটের নতুন মূল্য নিয়ে পিসিবির একজন মুখপাত্র বলেন, ‘জাভেদ মিঁয়াদাদ এবং সাঈদ আনোয়ার স্ট্যান্ডের টিকিটের মূল্য দেড় হাজার পাকিস্তানি রুপি থেকে ১ হাজার, ইমরান খান এবং ফজল মাহমুদ স্ট্যান্ডের টিকিট ৩ হাজার থেকে ২ হাজার, ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫ হাজার থেকে ৪ হাজার পাকিস্তানি রুপিতে নামিয়ে আনা হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘তবে ইনজামাম উল হক, নাজার, কোয়াইদ, ইমতিয়াজ আহমেদ, জহির আব্বাস, হানিফ মোহাম্মদ, মাজিদ খান, আবদুল কাদির, সাইদ আহমেদ এবং সরফরাজ নওয়াজ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ রুপি অপরিবর্তিত রয়েছে।’

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি :

প্রথম ধাপ :

২৪ জানুয়ারি : প্রথম টি-টোয়েন্টি, লাহোর

২৫ জানুয়ারি : দ্বিতীয় টি-টোয়েন্টি, লাহোর

২৭ জানুয়ারি : তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর

দ্বিতীয় ধাপ :

৭-১১ ফেব্রুয়ারি : প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি

তৃতীয় ধাপ :

৩ এপ্রিল : একমাত্র ওয়ানডে, করাচি

৫-৯ এপ্রিল : দ্বিতীয় টেস্ট, করাচি

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড