• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোনালদোর সঙ্গে দ্বৈরথ চিরকালীন : মেসি

  ক্রীড়া ডেস্ক

১৭ জানুয়ারি ২০২০, ১৩:০১
ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে রোনালদো ও মেসি
ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে রোনালদো ও মেসি (ছবি : সংগৃহীত)

খুব সম্ভবত ফুটবলের ইতিহাসে সবচেয়ে ধ্রুপদী দ্বৈরথের নাম মেসি-রোনালদো। প্রায় এক দশক ধরে দুজনের ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের লড়াই হয়েছে স্প্যানিশ ফুটবলে। ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে গেছেন দুই বছর হতে চলল। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে সেই দ্বৈরথের দিনগুলো ভুলতে পারছেন না বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি।

স্প্যানিশ লা লিগার ওয়েবসাইটে সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমার আর রোনালদোর দ্বৈরথ নিয়ে প্রচুর আলোচনা হয়। আমার ধারণা, লোকে এই আলোচনা করে মজাও পায়। এই দ্বৈরথ থাকবে চিরকাল। এটা অবশ্যই স্পেশাল। অনেক বছর ধরে এই লেভেলে নিজেদের রেখে দেওয়া সত্যি কঠিন। দুজনে যেখানেই খেলি না কেন, এই লড়াই থাকবে।’

রোনালদোকে পেছনে ফেলে রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর পাওয়ার পরে মেসি অনেকটাই এগিয়ে গিয়েছেন। তবুও দুজনে সমানতালে ছুটেছেন বিশ্বসেরা হওয়ার দৌড়ে। একই দেশের লিগে না খেললেও মৌসুম শেষে দুজনের সঙ্গে তুলনা আসবেই।

মেসির কথায়, ‘আমার কাছে এই ব্যাপারটা একান্ত ব্যক্তিগত পর্যায়ে। মনে মনে এটা নিয়ে ভাবতে আমারও ভালো লাগে। তাই আমার মনে হয়, এই (মেসি-রোনালদো) আলোচনা চলতেই থাকবে।’

সেখানে মেসিকে প্রশ্ন করা হয়েছিল, যেখানে খেলতে যান, সেখানে মার্কারের কবলে পড়তে হয়। সেক্ষেত্রে ভালো মার্কার হিসেবে কার নাম বলবেন? মেসির উত্তর ছিল, ‘সে ভাবে কাউকে মনে পড়ে না। কারণ, আমি বরাবরই মার্কারের কবলে পড়ি। ছোট, বড় সব ধরনের ম্যাচে।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড