• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বাংলাদেশের সঙ্গে পাকিস্তান গোপন চুক্তি করেছে’

  ক্রীড়া ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১৯:৫২
সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার (ছবি : সংগৃহীত)

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ধাপে পাকিস্তান যাবে টাইগাররা। আসন্ন এ সফর নিয়ে কম জল ঘোলা হয়নি। এই সফরে বাংলাদেশকে রাজি করাতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে গোপন চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এমনটাই দাবি করেছেন দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

শোয়েব আখতার নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় দাবি করেছেন, বাংলাদেশের সফর নিশ্চিতের জন্য এশিয়া কাপ আয়োজনের সুযোগ হাতছাড়া করেছে পাকিস্তান। আর এখন এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ!

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ মনে করেন, বিসিবি কোনো ‘অদৃশ্য’ চাপে পড়েই এমন সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘দেশে (পাকিস্তান) আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য পিসিবি যে চেষ্টা করছে তাতে তাদের ধন্যবাদ প্রাপ্য। আমি সবাইকে বলব বাংলাদেশ নিয়ে বাজে কথা না বলতে। তারা এটা করেছে কোনো অদৃশ্য চাপের কারণে। আমি প্রকাশ্যে এই চাপ নিয়ে বলতে পারছি না। বিসিবিকে অনেক রাজনৈতিক পরিস্থিতি ও অনেক চাপ সামলাতে হয়েছে।’

এ দিকে এই সফরের জন্য বাংলাদেশের কাছে ২০২০ এশিয়া কাপের আয়োজক সুযোগ হাতছাড়া করা নিয়ে শোয়েব আখতার বলেন, ‘বাংলাদেশের সফরের জন্য এশিয়া কাপ আয়োজনের সুযোগ ছেড়ে দেওয়া আমার কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বহু গুঞ্জন শোনা গেছে। অনেকের ধারণা, বাংলাদেশ যা চেয়েছে তাই হয়েছে। অন্যদের দাবি, পাকিস্তান সফরের বিনিময়ে এশিয়া কাপের আয়োজক হওয়ার অধিকার আদায় করে নিয়েছে। গোপন চুক্তির ফলে পাকিস্তানের জায়গায় এখন বাংলাদেশেই আয়োজিত হবে এশিয়া কাপ।’

আগামী ২২ জানুয়ারি টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি। তিনটি ম্যাচই হবে লাহোরে। এরপর ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হবে একমাত্র টেস্ট। তৃতীয় ধাপে ৩ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে একমাত্র ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল মাঠে গড়াবে শেষ টেস্ট ম্যাচ।

সফরকে তিন ধাপে ভাগ করার পেছনের কারণ হিসেবে শোয়েব আখতার বলেন, ‘পাকিস্তান অনেক নিরাপদ দেশ। এখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত। অনেক ক্রিকেটার এখানকার নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছে। কিন্তু এভাবে ভেঙে ভেঙে সফর আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। যদিও তাদের (বাংলাদেশ) এখানে সফরে আসাটা ইতিবাচক, কিন্তু এভাবে ধাপে ধাপে সফরে আসায় বাকি বিশ্বের কাছে সঠিক বার্তা পৌঁছাবে না।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড