• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিগ ব্যাশে গতির ঝড় তুলে পাকিস্তান দলে রউফ

  ক্রীড়া ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১৯:২৪
হারিস রউফ
হারিস রউফ (ছবি: সংগৃহীত)

বিগ ব্যাশের চলতি আসরে বল হাতে গতির ঝড় তুলে আলোচনায় এসেছেন ২৬ বছর বয়সী পাকিস্তানি পেসার হারিস রউফ। টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করা এ বোলার ইতোমধ্যেই 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' খেতাব পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পেলেন আরও একটি সুখবর। প্রথমবার জায়গা পেয়েছেন পাকিস্তানের স্কোয়াডে।

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের দলে প্রথমবার সুযোগ পেয়েছে তিনজন। আহসান আলী, আমাদ বাটের সঙ্গে এ তিনজনের তালিকায় রয়েছেন রউফও।

রউফ বিগ ব্যাশ মাতাচ্ছেন মেলবোর্ন স্টার্সের হয়ে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলেছেন তিনি। আর এ সাত ম্যাচের প্রত্যেকটিতেই উইকেট পেয়েছেন। মাত্র ৭ ম্যাচেই ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের উইকেট শিকারির তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। আসরের সেরা বোলিং ফিগারও তার। হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন। এছাড়া টুর্নামেন্টে একটি হ্যাটট্রিকও করেছেন।

১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারা এ বোলারের অন্যতম অস্ত্র ইয়োর্কার। বিভিন্ন লিগে এখন পর্যন্ত ২৫টি টি-টুয়েন্টি খেলে ৩৫ উইকেট শিকার করেছেন তিনি। তবে বিগ ব্যাশ দিয়েই নজর কেড়েছেন সবার। তার দুর্দান্ত পারফরম্যান্স পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিসবাহ উল হকের নজরও এড়ায়নি। ফল প্রথমবার ডাক পেলেন জাতীয় দলে। এখন কেবল পাকিস্তানের জার্সিতে অভিষেকের অপেক্ষা।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড