• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাইগারদের পাকিস্তান সফরের ক্যাম্প শুরু রবিবার

  ক্রীড়া প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২০, ১৬:২৮
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। আগামীকাল (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। বিপিএলের পর্দা নামলেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। কারণ আগামী ২২ জানুয়ারি টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবেন তামিম-মাহমুদউল্লাহরা।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য তিন দিনের অনুশীলন ক্যাম্প করতে হবে টাইগারদের। আগামী ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মিরপুরে চলবে এ অনুশীলন।

এ দিকে এখন পর্যন্ত পাকিস্তান সফরের দল ঘোষণা করা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে জানা গেছে, আগামী ১৭/১৮ জানুয়ারি দল ঘোষণা হতে পারে। আর দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের নিয়ে হবে অনুশীলন ক্যাম্প। যতদূর জানা গেছে, ভারত সফর থেকে দলে বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কারণ ভারত সফরে যারা ছিলেন তাদের বেশিরভাগই বিপিএলে ভালো করেছেন।

আরও পড়ুন : বিপিএলের সর্বোচ্চ রান ও উইকেট কার

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘যেহেতু ব্যাক টু ব্যাক সিরিজ, তাই ভারত সফরের দল থেকে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এছাড়া ভারত সফরে থাকা প্রায় সবাই ভালো পারফরম্যান্স করেছে বিপিএলেও। তাই হয়তো দুই-একটি জায়গা নিয়ে ভাবতে হবে নির্বাচকদের।’

পাকিস্তান সফর নিয়ে বেশ জটিলতা ছিল। সেটির সমাধান হয়েছে। তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। প্রথম সফরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি। তিনটি ম্যাচই হবে লাহোরে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড