• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুশফিক পাকিস্তানে যাবে কি না জানে না বিসিবি

  ক্রীড়া ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১৪:৪৫
মুশফিকুর রহীম
জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিক (ছবি : সংগৃহীত)

পাকিস্তান সফরের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই দলের সঙ্গে যাবেন না বলে জানিয়ে ছিলেন নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। পাকিস্তানে যাওয়া উপলক্ষে যে জিও (গভর্নমেন্ট অর্ডার) নেওয়া হয়েছিল তাতেও স্বাক্ষর করেননি তিনি। এখন সূচি চূড়ান্ত হলেও না যাওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) লিখিতভাবে জানাননি মুশফিক।

আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ‘মুশফিক আমাদের (নির্বাচকদের) কোনো চিঠি দেয়নি। সে যে পাকিস্তান যাবে না বা যেতে চাচ্ছে না, এটা লিখিত দিতে হবে। সেটা নিয়ম ও রীতির আওতায়। যতক্ষণ পর্যন্ত না আমরা লিখিতভাবে মুশফিকের কোনো চিঠি পাব, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে পাকিস্তানের সফরের জন্য এভেইলেবল ধরেই আগাব।’

আরও পড়ুন :-পাকিস্তান সফরে বিসিবির বিশাল অঙ্কের লোকসান

সূচি নির্ধারণের আগে নান্নুর সঙ্গে মুশফিকের কথা হয়েছিল। তখন মুশফিক নান্নুকে জানিয়েছিলেন, তিনি পাকিস্তান সফরে যেতে চান না। তখন নান্নু মুশফিককে বোর্ডের বরাবর চিঠি দিয়ে পাকিস্তান যেতে না পারার কথা জানাতে বলেছেন। ধারণা করা হচ্ছে, আগে না দিলেও দুই একদিনের ভেতর আনুষ্ঠানিক চিঠি দিয়ে দেবেন মুশফিক।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড