• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

লড়াই করে হারল বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ২০:৪৩
বঙ্গবন্ধু বিপিএল
টাইগার যুবাদের উইকেট উদযাপন (ছবি : সংগৃহীত)

ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় কিউইদের সঙ্গে ম্যাচ জমাতে পারেনি টাইগার যুবারা। তারপরও অল্প পুঁজি গড়ে বোলারদের সাহসিকতার তারিফ করতে হয়। ৫০ ওভারের ম্যাচে টি-টুয়েন্টি রানও তুলতে পারেনি তৌহিদ হৃদয়-আকবর আলিরা। নয়তো আরও রোমাঞ্চ ছড়াতে পারত তারা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে শ্বাসরুদ্ধকর টাই করে বাংলাদেশ। অথচ পরের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার চরম উদাহরণ দেখালেন তারা। মাত্র ১১৩ রানের টার্গেট দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে আট জনই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

জবাবে ৬৩ রানে ৬ উইকেট ফেলে দিয়ে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ। তবে জেসে টাসকফের ৪১ রানের অপরাজিত ইনিংসে ১২৩ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নেয় কিউই যুবারা।

ওয়ার্ম-আপ পর্বে সব দলই খেলছে দুটি করে প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের দুই প্রতিপক্ষ দুই তাসমানিয়ান অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। আজ (বুধবার, ১৫ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে জোহানসবার্গের সেন্ট জোন্স কলেজ মাঠে টসে হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় বাংলাদেশ।।

ব্যাট করতে নেমে চরম ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। টপ-অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই সাজঘরে ফেরেন শূন্যতে। ওপেনার তানজিদ হাসান ফেরেন মাত্র ২ রান করে। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে তৌহীদ হৃদয় খেলেন ৩৬ রানের সর্বোচ্চ ইনিংস। এছাড়া অধিনায়ক আকবর আলীর ২৩, শামিম হোসেনের ২০ রানে ভর করে ২৯ ওভারে ১১২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড