• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিউইদের বিপক্ষে ধুঁকছে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ১৬:০৬
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ
প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড (ছবি : সংগৃহীত)

প্রতিশ্রুতিশীল এক দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মূল লড়াইয়ে নামার আগে দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার কথা টাইগার যুবাদের। অজি যুবাদের সঙ্গে টাই করার পর আজ কিউই যুবাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জোহানেসবার্গের সেন্ট জোন্স কলেজ মাঠে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জেসি ট্যাশকফ। অধিনায়ক ট্যাশকফের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণে ব্যস্ত হয়ে পড়েন কিউই যুবাদের স্ট্রাইক বোলার জো ফিল্ড। প্রথম ওভারেই সাজঘরের পথ ধরান তানজিদ হাসান তামিম ও মাহমুদুল হাসান জয়কে। তানজিদ (২) রানের খাতা খুলতে পারলেও গোল্ডেন ডাকের শিকার হন মাহমুদুল হাসান জয়।

দ্বিতীয় ওভারের পঞ্চম বলে উইলিয়াম ও’রর্কের বলে কোন রান না করে বোল্ড হন প্রান্তিক নওরোজ নাবিল। জয়, নাবিলের মতো রানের খাতা খুলতে ব্যর্থ হন চারে নামা শাহাদত হোসেনও। জো ফিল্ডের তৃতীয় শিকারে পরিণত হন তিনি।

জো ফিল্ড এখানেই থামেননি। নিজের চতুর্থ ওভারে শামীম হোসেনকে আউট করেন তিনি। এতে ২৩ রানে ৫ উইকেট পড়ে টাইগার যুবাদের। এ পর্যায়ে বিপর্যয় সামাল দেন তৌহিদ হৃদয় ও আকবর আলি। ষষ্ঠ উইকেটে ৫৭ রানের জুটি গড়েন তারা। ৩৬ রান করে আউট হৃদয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্র ২০ ওভারে ৬ উইকেটে ৮৬ রান। ২৩ রানে অপরাজিত আকবর।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড