• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাটহাজারীতে ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  হাটহাজারী প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২০, ১৩:২৫
হাটহাজারী উপজেলা
ছবি : দৈনিক অধিকার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবং মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে হাটহাজারী উপজেলায় ফতেপুর ইউনিয়নের জোবরা এলাকায় একদিনের ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ২০১৯-২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় জোবরা বাঁচা মিয়ার দোকান সংলগ্ন মাঠে জোবরা ফ্রেন্ডস সার্কেলের উদ্যোগে টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন হাটহাজারী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান।

জোবরা ফ্রেন্ডস সার্কেলের সভাপতি মো. রিজুয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছার। রানারআপ পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী অ্যাডভোকেট মো. ইসমাইল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জোবরা ফ্রেন্ডস সার্কেলের সদস্য জোবাইদুল ইসলাম রুবেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন— জোবরা ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. তাজউদ্দিন, জোবরা নবযুগ ক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন, সহ সভাপতি যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন, সহ সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, ফতেপুর ইউনিয়ন পরিষদের স্বেচ্ছাসেবক লীগের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন পরিষদের কোষাধ্যক্ষ মো. সুমন, মো. বাবু, মো. রাজু, কামাল, আলাউদ্দীন শাহীন, শহীদুল ইসলাম, মো. খোকন, কাউছার, মো. সিদ্দিক, জোবরা ফ্রেন্ডস সার্কেলের সদস্য মো. মিজানুর রহমান, মো. মাসুদ, পারভেজ, মো. মুন্না, মোজাম্মেল, মিজানুর রহমান, মো. ফরহাদ, নুরুল হুদা, মামুন, রাকিব, আসিফ, শাহরুখ, জাবেদ, মো. ইমন, জামান লন্ড্রির পরিচালক ওসমান মানিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

উল্লেখ্য, টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিয়ে ৭ ওভারে নকআউট পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় এস.কে.পি এক্সপ্রেস ও ১১ মাইল ইস্প্রিট ফায়ার দল। খেলায় ১১ মাইল ইস্প্রিট ফায়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এস.কে.পি এক্সপ্রেস।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড