• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ার্নারের রেকর্ড

  ক্রীড়া ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ০৪:৩৯
ডেভিড ওয়ার্নার
অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (ছবি: সংগৃহীত)

মুম্বাইয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ১০ উইকেটের বড় পরাজয়ের লজ্জা দিয়েছে অস্ট্রেলিয়া। কোহলিদের দেওয়া ২৫৬ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়ে মাত্র ৩৭.৪ ওভারেই টপকে যায় সফরকারীরা। ম্যাচে সেঞ্চুরি তুলে নেন দুই অজি ওপেনারই। ওয়ার্নার ১২৮ ও ফিঞ্চ ১১০ রানে অপরাজিত থাকেন।

দুর্দান্ত ব্যাটিং করা ওয়ার্নার এদিন গড়েছেন অনন্য এক রেকর্ডও। অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রান করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ১১৭ ম্যাচের ১১৫ ইনিংসে ১৮ সেঞ্চুরিতে ওয়ার্নারের রান ৫১১৮, গড় ৪৬.৫৩। তিনি ভেঙ্গেছেন ডিন জোন্সের রেকর্ড। ১৯৯২ সালে ১২৮তম ইনিংসে ৫০০০ রান করেছিলেন জোন্স যা এতদিন অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম ছিল।

এছাড়া সামগ্রিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ার্নারের অবস্থান চতুর্থ। ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রান করার রেকর্ড প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলার দখলে। ৫০০০ রান করতে এ ব্যাটসম্যান খেলেছেন মাত্র ১০১ ইনিংস। তালিকার দুই নম্বরে রয়েছেন দুইজন। উইন্ডিজ কিংবদন্তী ভিভ রিচার্ডস ও ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি দুইজনই ৫০০০ রান করতে ব্যাট করেছেন সমান ১১৪ ইনিংস।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড