• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিন মাসে তিন দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১৪ জানুয়ারি ২০২০, ১৯:৪০
পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট দল
পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই দলের দ্বিপাক্ষিক সিরিজটিতে অনুষ্ঠিত হবে তিনটি টি-টুয়েন্টি, দুইটি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচ। যদিও আগের সফর সূচিতে ওয়ানডে ম্যাচ ছিল না। তিন দফায় পাকিস্তান সফরে যাবে টাইগাররা।

দুবাইতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। বৈঠকের অংশ হয়েছিলেন পিসিবির সিইও ওয়াসিম খানও। এই বৈঠকে দুই পক্ষের সমঝোতায় সাহায্য করেছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

প্রথম দফায় অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি সিরিজ। আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে গড়াবে ম্যাচগুলো। টি-টুয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরবে টাইগাররা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্টের প্রথমটি খেলতে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। ৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে ১ম টেস্ট খেলবে বাংলাদেশ দল।

আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের পুরোটাই অনুষ্ঠিত হবে পাকিস্তানে। পিএসএল শেষে তিন ভাগের শেষ ভাগে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ২২ মার্চ শেষ হবে পিএসএল। ৫-৯ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার আগে করাচিতে ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশের পাকিস্তান সফরের চূড়ান্ত রূপ নিশ্চিত করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় পিসিবি। সেখানে পিসিবির চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘আমি বেশ আনন্দিত যে আমরা বেশ ভালো একটা সমঝোতায় এসেছি যা ক্রিকেটের মতো একটি খেলার বৃহত্তর স্বার্থে আমাদের মতো দুটি গর্বিত ক্রিকেট খেলুড়ে দেশকে একমত করেছে। আমি আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে ধন্যবাদ দিতে চাই। যে নেতৃত্ব উনি দেখিয়েছেন এবং দুদেশে খেলাধুলা অব্যাহত ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য।’

পিসিবির সিইও ওয়াসিম খান বলেন, ‘এটা দুই বোর্ডের জন্যই জয়ী ফলাফল বলা যায়। আমি আনন্দিত যে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা এখন শেষ এবং আমরা ম্যাচগুলো মসৃণভাবে আয়োজনের পরিকল্পনা করতে পারি। বাংলাদেশ তিনবার পাকিস্তান সফর করবে, যা তাদের এই স্বাচ্ছন্দ্য দেয় যে পাকিস্তান অন্য যে কোনো ক্রিকেট খেলুড়ে দেশের মতোই নিরাপদ ও সুরক্ষিত।’

‘তিন ভেন্যুতে বিভক্ত হয়ে আয়োজন হতে যাওয়া সিরিজ ভক্তদেরও তাদের প্রিয় তারকা ক্রিকেটারকে কাছ থেকে দেখার সুযোগ ও ভালো ক্রিকেটকে সমর্থন করতে সাহায্য করবে।’

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি :

প্রথম দফা :

২৪ জানুয়ারি- প্রথম টি-টুয়েন্টি, লাহোর ২৫ জানুয়ারি- দ্বিতীয় টি-টুয়েন্টি, লাহোর ২৭ জানুয়ারি- তৃতীয় টি-টুয়েন্টি, লাহোর

দ্বিতীয় দফা :

৭-১১ ফেব্রুয়ারি- প্রথম টেস্ট, রাউলাপিন্ডি

৩য় দফা :

৩ এপ্রিল- একমাত্র ওয়ানডে, করাচি

৫-৯ এপ্রিল- দ্বিতীয় টেস্ট, করাচি

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড