• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঠ সংকট সমাধানে চার শহরকে বেছে নিচ্ছে বিসিবি

  ক্রীড়া প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২০, ১৩:০৩
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম (ছবি : সংগৃহীত)

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের ওপর থেকে চাপ কমাতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল এবং কেরানীগঞ্জকে বেছে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিগগিরই এসব মাঠের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে।

রবিবার (১২ জানুয়ারি) মিরপুরে বিসিবির কার্যনির্বাহী পরিষদের সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের জন্য বড় সঙ্কট মাঠ। এই সংকট এত বেশি যে ঢাকা শহরে খেলার জায়গাই নেই আমাদের। কিছু হলে এই স্টেডিয়ামের (শের-ই-বাংলা স্টেডিয়াম) ওপর বেশি চাপ পড়ছে। এজন্যই আমরা কাজ শুরু করেছিলাম (মাঠ খোঁজার)।’

‘সিলেট স্টেডিয়ামে (আউটার) বেশ কিছু কাজ হচ্ছে। সেটা শেষ হলে প্রথম শ্রেণিরসহ অনেক খেলা চালাতে পারব। বরিশাল স্টেডিয়ামে সম্প্রতি আমরা একটি সিরিজ করেছি। ওখানে আরও উন্নয়ন করে খেলা আয়োজন করব। ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তাদের ৮টি মাঠের ২টি আমরা নিয়ে নিচ্ছি। ওখানে কাজ করে প্রথম শ্রেণির ক্রিকেটসহ আরও খেলা চালানো হবে। কেরানীগঞ্জে একটি মাঠ আমরা তৈরি করেছি, সেটায় আরও উন্নয়ন করে খেলা আয়োজন করব।’

গতকাল কার্যনির্বাহী পরিষদের সভায় অনুমোদন করা হয় ক্রিকেটারদের নতুন ম্যাচ ফিও। টি-টুয়েন্টি, ওয়ানডে ও টেস্ট, তিন সংস্করণেই ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে বোর্ড। এখন থেকে প্রতিটি টি-টুয়েন্টি ম্যাচের জন্য ম্যাচ ফি থাকছে দুই লক্ষ, ওয়ানডেতে তিন লক্ষ আর প্রতি টেস্টের জন্য তা ছয় লক্ষ টাকা!

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড