• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

যুব বিশ্বকাপে দুপুরে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১৩ জানুয়ারি ২০২০, ০৯:০৬
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (ছবি : সংগৃহীত)

আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে আজ অস্ট্রেলিয়া যুব দলের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বিশ্বকাপ খেলতে বেশ শক্তিশালী বহর নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ২ জানুয়ারি দেশ ছাড়ে আকবর আলীরা। সেখানে কয়েকদিন অনুশীলন সেরে আফগানদের সাথে আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলে টাইগার যুবারা। যদিও দুদিনেও ম্যাচটির ফলাফল হয়নি।

পরের দিন আরেক প্রস্তুতি ম্যাচে আফ্রিকান নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয় একাদশের বিপক্ষে ২২২ রানের বড় জয় পায় শামিমরা। তাই বেশ আত্মবিশ্বাসের সাথেই আজ অজিদের মুখোমুখি হবে তারা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য সেমি-ফাইনাল খেলা। দেশের মাটিতে ২০১৬ বিশ্বকাপে মিরাজ-শান্তরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না হারলে সেবারই পূরণ হয়ে যেত ফাইনালের স্বপ্ন। যুবা টাইগারদের দেশের বাইরে সেরা সাফল্য নিউজিল্যান্ডে, ২০১৮ বিশ্বকাপে সাইফ-আফিফরা কোয়ার্টার ফাইনাল খেলেছেন।

আরও পড়ুন : দুর্দান্ত দল নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

সাউথ আফ্রিকা বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু হবে আকবর-হৃদয়দের। চার গ্রুপের খেলা শেষে ২৮ থেকে ৩১ জানুয়ারি হবে চারটি কোয়ার্টার ফাইনাল। ৪ ও ৬ ফেব্রুয়ারি হবে দুটি সেমি-ফাইনাল। ৯ ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ আসরের ফাইনাল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড