• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ম্যাচ ফি বাড়ছে ক্রিকেটারদের

  ক্রীড়া প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২০, ২২:০১
ক্রিকেটার
বাংলাদেশ ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

টেস্টে মুশফিক-মাহমুদউল্লাহদের ম্যাচ ফি ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়া বেড়েছে ওয়ানডে ও টি-টুয়েন্টির ম্যাচ ফিও। রবিবার (১২ জানুয়ারি) বিসিবির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ২০১৭ সালে টেস্টে ম্যাচ ফি বাড়িয়ে ২ লাখ থেকে সাড়ে ৩ লাখ টাকা করা হয়। পরের বছর তা বাড়িয়ে করা হয় ৪ লাখ। আর এবার তা বেড়ে হলো ৬ লাখ। এছাড়া ওয়ানডেতে ক্রিকেটাররা আগে পেতেন ২ লাখ টাকা আর টি-টুয়েন্টিতে পেতেন ১ লাখ ২৫ হাজার টাকা। এখন থেকে ক্রিকেটাররা ওয়ানডে ম্যাচের জন্য পাবে ৩ লাখ ও টি-টুয়েন্টির ম্যাচের জন্য পাবে ২ লাখ টাকা।

বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘আমরা ম্যাচ ফি বাড়িয়েছি। এরমধ্যে বেশি বেড়েছে টেস্টে। এখন আমরা নতুন যেটা প্রস্তাব করেছি সেটাতে ২ লাখ টাকা টি-টুয়েন্টিতে, প্রতিটি খেলোয়াড় প্রতিটি ম্যাচে পাবে। ৩ লাখ টাকা পাবে ওয়ানডেতে। আর টেস্টের জন্য প্রতি ম্যাচে পাবে ৬ লাখ টাকা। টেস্টে আমরা ৫০ ভাগ বাড়িয়েছি। আগে ছিল ৪ লাখ টাকা।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড