• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তান সফর নিয়ে আগের সিদ্ধান্তেই অনড় বিসিবি

  ক্রীড়া প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২০, ২০:৪৯
পাপন
বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (ছবি: সংগৃহীত)

পাকিস্তান সফরে শুধু টি-টুয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জরুরি বোর্ড সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাকিস্তান সফরে শুধু টি-টুয়েন্টি সিরিজ খেলার অনুমোদন দিয়েছে সরকার। টি-টুয়েন্টি সিরিজ খেলে সন্তুষ্ট হলে পরবর্তীতে টেস্ট সিরিজ খেলার সিদ্ধান্ত নেবে বিসিবি। তবে এ সফরে টেস্ট খেলার সম্ভাবনা নেই। রবিবার (১২ জানুয়ারি) দুই ঘণ্টারও বেশি সময় বিসিবির জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পাকিস্তান সফর ছাড়াও বেশকিছু বিষয়ে আলোচনা হয়।

বিসিবি এ সফরেই টেস্ট খেলার কথা ভেবেছিল। তবে সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলায় সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে তাদের। শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির কোয়েটায় একটি মসজিদে বোমা হামলায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে। এছাড়া বর্তমানে মধ্যপ্রাচ্যেও অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এসব কারণেই সরকার সংক্ষিপ্ত সফরের অনুমোদন দিয়েছে।

বিসিবি সভাপতি জানান, ‘মধ্যপ্রাচ্যে এখন ভু-রাজনৈতিক পরিস্থিতি মোটেও ভাল নয়। তাই সরকারের কাছ থেকে আমাদের পাকিস্তান সফরের ব্যাপারে বলা হয়েছে যেন এই সফরটা সংক্ষিপ্ত করা হয়। আমরা সরকারের সেই নির্দেশনা মোতাবেক পথেই চলতে চাই।’

পাকিস্তান সফর নিয়ে নাটকীয়তা চলছেই। দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে সফরটি। বিসিবিও আগের সিদ্ধান্তেই অনড় রইল। এখন দেখার বিষয় পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, দীর্ঘ দশ বছর পর পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এর আগে ওয়েস্ট ইন্ডিজ দেশটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছে। এছাড়া শ্রীলঙ্কা দেশটিতে দুই দফায় টি-টুয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলে এসেছে। এছাড়া বাংলাদেশকে এ সফরে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে পিসিবি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড