• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচকরা সুযোগ দিলে খেলবেন মাশরাফি

  ক্রীড়া প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২০, ১৯:১৮
মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা (ছবি: সংগৃহীত)

ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই আলোচনায় মাশরাফির অবসর। দেশের ওয়ানডে অধিনায়কের অবসর গুঞ্জন নিয়ে জন্ম হয়েছে নানা নাটকের। তবে মাশরাফি জানালেন, অবসর নিয়ে এখন পর্যন্ত ব্যক্তিগত কোনো চিন্তা নেই তার। নির্বাচকরা চাইলে খেলবেন তিনি।

বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপের পর বাংলাদেশ খেলেছে মাত্র ৩টি ওয়ানডে। তবে বিশ্বকাপে বাজে খেলার পর আর বাংলাদেশের জার্সিতে মাঠে নামেননি মাশরাফি। গুঞ্জন উঠেছিল, বিশ্বকাপেই অবসর নেবেন মাশরাফি। কিন্তু বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেছিলেন, দেশের মাটিতেই অবসর নেবেন ওয়ানডে অধিনায়ক। প্রয়োজন হলে তার জন্য বিশেষ ওয়ানডে আয়োজন করা হবে। ২০০৯ সালে সর্বশেষ টেস্ট খেলেন মাশরাফি। ইতোমধ্যে টি-টুয়েন্টি থেকেও অবসর নিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে কেবল ওয়ানডে খেলছেন নড়াইল এক্সপ্রেসে।

সর্বশেষ বিসিবি জানিয়েছিল, অবসরের সিদ্ধান্ত মাশরাফির ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। মাশরাফি চাইলে তাকে নতুন কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হবে বলে জানানো হয়। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান চুক্তির ব্যাপারে বলেন, ‘কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফির থাকা, না থাকা তার ওপরই নির্ভর করছে।’

এবার মাশরাফি জানালেন, এখনো অবসরের সিদ্ধান্ত নেননি তিনি। রংপুর রেঞ্জার্স ও ঢাকা প্লাটুনের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের অবসর প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘অবসরের কথা যেটা বললেন আমার জায়গা থেকে আমি বলি- আপনি বলতে পারেন আমাকে রিটায়ার সবাই করিয়ে দিয়েছে। আমি নিজেও হয়তোবা এখন ঐ জায়গায় অবস্থান করছি। আমি জাস্ট যেটা খেলছি, সেটাকেই উপভোগ করছি। মাঠ থেকে রিটায়ার করব কি করব না সেটা এখনো সিদ্ধান্ত নিইনি। যদি ওরকম কিছু মনে হয়, ক্রিকেট বোর্ড যদি মনে করে তাহলে চিন্তাভাবনা করব।’

তিনি আরও বলেন, ‘আমি যখন খেলা শুরু করেছিলাম, আমি আবার সেই জায়গাতেই ফিরে গিয়েছি। আমি এখন বিপিএল খেলছি। সামনে ঢাকা লিগ উপভোগ করব, খেলব। সবসময় জাতীয় দলে খেলতে হবে, জাতীয় দলে খেললেই আপনি প্লেয়ার সে রকম তো না। আমি নিজেকে কখনো এত প্রায়োরিটি দিই না। আমাকে মাঠ থেকে বিদায় দিবেন সবাই, ফুলের তোড়া নিয়ে আসবেন; নট নেসেসারি। আমি যে রকম আছি ভালো আছি, খুশি আছি। আমি খেলাটা উপভোগ করছি, খেলছি। জাতীয় দল অনেক দূরের ব্যাপার।’

নির্বাচকরা দলে নিলে খেলবেন জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘এখন সিলেকশনের তো একটা ব্যাপার। টু বি অনেস্ট বিশ্বকাপে ৮ ম্যাচে ১ উইকেট পাওয়ার পর আমার মতে, আমি দলে সুযোগ পাব না। এটা তো আসলে সিলেকশনের ব্যাপার। নির্বাচকরা যদি মনে করেন আমাকে সুযোগ দিবেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এই মুহূর্তে ৮ ম্যাচে ১ উইকেট পেয়ে আমি কীভাবে আপনাদের সামনে বলি যে আমি জাতীয় দলে সুযোগ পাব? আমার জায়গায় অন্য কেউ হলে তো আরও আগে বাদ পড়ত।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড