• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়েস্ট উইন্ডিজের চেয়ে বাংলাদেশ ভালো : গেইল

  ক্রীড়া ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ২০:১৪
ক্রিস গেইল
ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল (ছবি: সংগৃহীত)

দুইবারের বিশ্বকাপ জয়ী দল ওয়েস্ট ইন্ডিজের চেয়েও বর্তমানে বাংলাদেশ ভালো দল বলে মনে করেন দেশটির তারকা ক্রিকেটার ক্রিস গেইল। এছাড়া বাংলাদেশের আরও ধারাবাহিক হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন এ ক্রিকেটার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল মাতাতে ঢাকায় এসেছেন গেইল। টুর্নামেন্টে এক ম্যাচ খেলেও ফেলেছেন তিনি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন ‘ইউনিভার্স বস’ খ্যাত এ ব্যাটসম্যান। সাংবাদিকদের তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ আমাদের চেয়ে ভালো দল। বাংলাদেশ দল ওঠা-নামার মধ্যে ছিল। আমরাও এমন সময় পার করেছি। ম্যাচ জয়ের দিক দিয়ে বাংলাদেশের আরও ধারাবাহিক হওয়া উচিত। দলটিকে আরও শক্ত করা উচিত।’

টি-টুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ভাবা হয় ক্রিসে গেইলকে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যাট হাতে ঝড় তোলে দর্শকদের আনন্দিত করেন তিনি। তবে ৪০ পেরোনো গেইল দাঁড়িয়ে আছেন ক্যারিয়ারের শেষ লগ্নে। ভবিষ্যতে গেইলের বিকল্প আসবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আর কোনো ক্রিস গেইল কিংবা ইউনিভার্স বস আসবে না। কেউ না কেউ থাকে, তবে সে আমার মতো হবে না।’

কেন আরেকজন গেইল পাওয়া যাবে না সে ব্যাখ্যাও দেন তিনি। ক্যারিবিয়ান এ ওপেনার বলেন, ‘নিজের নাম ছড়িয়ে দিতে আপনাকে অবশ্যই বিশ্বব্যাপী ঘুরতে হবে, নামটাকে প্রতিষ্ঠিত করতে হবে, সব ধরনের কন্ডিশনে পারফর্ম করতে হবে এবং আমি সেটাই ভালোভাবে করতে পেরেছি। আমার আর কিছুই প্রমাণ করার নেই এবং আপনারা জানেন যে ক্রিকেট ক্যারিয়ারে আমি কোন জায়গায় আছি। সুতরাং নতুনেরা কীভাবে এগোচ্ছে সে দিকে খেয়াল রাখুন। তাদের অধিকাংশই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তেমন সুযোগ পায় না। এ কারণে অনেকেই বিশ্বজুড়ে খেলার সুযোগ পায় না, যেহেতু তারা অধিকাংশই আন্তর্জাতিক ক্রিকেট খেলে না।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড