• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত, আমরা আসছি; ওয়ার্নারের হুঙ্কার

  ক্রীড়া ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১৯:২৮
ডেভিড ওয়ার্নার
অজি তারকা ডেভিড ওয়ার্নার (ছবি: সংগৃহীত)

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে তারা। দলটির পরবর্তী মিশন ভারতে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে তারা ইতোমধ্যেই দেশ ছেড়েছে। অন্যদিকে ভারতও রয়েছে দুর্দান্ত ফর্মে। তাই দুই ক্রিকেট পরাশক্তির এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব।

নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরেই দুর্দান্ত খেলছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ভারত সিরিজেও এ দুই সিনিয়র ক্রিকেটারের ফর্মের ওপর অনেকটাই নির্ভর করবে দলের সাফল্য। এছাড়া আসন্ন আইপিএলের জন্যও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবে পাচ্ছে সিরিজটিকে। ভারতের উদ্দেশে রওনা দিয়ে কোহলিদের তাই হুমকিই দিয়ে রাখলেন অজি ব্যাটসম্যান ওয়ার্নার। নিজের ইনস্টাগ্রামে ভারতকে সতর্কবার্তা দিয়ে এ ব্যাটসম্যান লেখেন, ‘ভারত, আমরা আসছি!’

এশিয়ায় ওয়ার্নারের বেশ জনপ্রিয়তা রয়েছে। আইপিএলে খেলার সুবাদে ভারতেও ওয়ার্নারের উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক রয়েছে। নিজের ভারতীয় ভক্তদের দেখার অপেক্ষাতেও আছেন জানিয়ে এ ব্যাটসম্যান লেখেন, ‘তিন ম্যাচের দুর্দান্ত একটি সিরিজ হতে যাচ্ছে। আমাদের সব ভারতীয় সমর্থককে দেখার জন্যও আমি উন্মুখ।’

১৪ জানুয়ারি মুম্বাইয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এরপর ১৭ ও ১৯ জানুয়ারি যথাক্রমে রাজকোট ও বেঙ্গালুরুতে পরের দুটি ম্যাচ খেলবে তারা।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড