• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৪ ঘণ্টার মধ্যে তিন হ্যাটট্রিক (ভিডিও)

  ক্রীড়া ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১৫:৩০
ক্রিকেটে হ্যাটট্রিক
রশিদ, রউফ ও উইলের হ্যাটট্রিক (ছবি : সংগৃহীত)

২৪ ঘণ্টার মধ্যে তিন হ্যাটট্রিক দেখল ক্রিকেট বিশ্ব। বিগ ব্যাশে একই ম্যাচে পৃথক দলের হয়ে রশিদ-রউফের হ্যাটট্রিকের পর আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট সুপার স্ম্যাশে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন উইল উইলিয়ামস।

রশিদ খানের তৃতীয় টি-টুয়েন্টিতে হ্যাটট্রিক বুধবার (৮ জানুয়ারি) ঘরের মাঠে টসে হেরে আগে ব্যাটিং করে সিডনিকে ১৩৬ রানের টার্গেট দেওয়ার পর বোলিংয়ে নেমে সিডনি সিক্সার্সের ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে ভিন্সকে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ বানিয়ে ফেরান রশিদ। এরপর শেষ বলে অ্যাডওয়ার্ডসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

পরবর্তী ইনিংসের ১৩তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই সিল্ককে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন আফগান লেগি। সব মিলে ৪ ওভার বোলিং করে ২২ রানে ৪ উইকেট নেন রশিদ খান।

রশিদ খানের হ্যাটট্রিকের ভিডিও

একই দিনে হারিস রউফের হ্যাটট্রিক মেলবোর্ন স্টারসের হয়ে সিডনি থান্ডারের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন হারিস রউফ। ২০তম ওভারের দ্বিতীয়, তৃর্তীয় ও চতুর্থ বলে ক্যালাম ফার্গুসন, ম্যাথিউ জিলকস ও ড্যানিয়েল স্যামসের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক তুলে নেন পাকিস্তানি পেসার।

হারিস রউফের হ্যাটট্রিকের ভিডিও

সুপার স্ম্যাশে উইলিয়ামসের হ্যাটট্রিক নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগ সুপার স্ম্যাশে ওয়েলিংটনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ক্যান্টারবেরির বোলার উইল উইলিয়ামস। ইনিংসের ১৮তম ওভারে বোলিংয়ে এসে চতুর্থ বলে ফ্রেজার কলসন, পঞ্চম বলে লচি জনস ও শেষ বলে গিবসনকে আউট করে হ্যাটট্রিক করেন উইলিয়ামস।

উইলের হ্যাটট্রিকের ভিডিও

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড