• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতীয় ক্রিকেটারের বড় অঙ্কের জরিমানা

  ক্রীড়া ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১৩:১৪
শুভমন গিল
ভারতীয় ক্রিকেটার শুভমন গিল (ছবি : সংগৃহীত)

আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করে বড়সড় জরিমানার মুখে পড়েছে ভারতের উদীয়মান তারকা শুভমন গিল। চলতি রঞ্জি ট্রফিতে দিল্লির বিপক্ষে ম্যাচে পাঞ্জাবের হয়ে খেলতে নেমে এ জরিমানার মুখোমুখি হয়েছেন গিল।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪ রানে ব্যাট করার সময় সুবোধ ভাটির বোলিংয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন গিল। আম্পায়ার মোহাম্মদ রাফি তাকে কট বিহাইন্ডের সিদ্ধান্ত জানান। কিন্তু সেটি পছন্দ হয়নি ভারতীয় ‘এ’ দলের বর্তমান অধিনায়কের।

যার ফলে মাঠের মধ্যেই আম্পায়ারের সঙ্গে তর্ক শুরু করেন গিল এবং উইকেট ছেড়ে বেরিয়ে যেতে অস্বীকৃতি জানান। গিলের এমন কাণ্ডের ফলে লেগ আম্পায়ারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার রাফি। কিন্তু এটি আবার মানতে রাজি হয়নি দিল্লি, তারা চলে যায় মাঠ ছেড়ে এবং খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ।

এ ঘটনার জন্ম দেওয়ায় গিলকে সেই ম্যাচ ফির পুরোটাই জরিমানা করা হয়েছে। যার ফলে সেই ম্যাচ থেকে কোনো পারিশ্রমিক পাননি ২০ বছর বয়সী ওপেনার। একই সঙ্গে দল নিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় দিল্লির অধিনায়ক ধ্রুব শোরেকেও জরিমানা করার পাশাপাশি সতর্ক করে দিয়েছেন ম্যাচ রেফারি।

আরও পড়ুন :-ভারতীয় ব্যাটসম্যানের দুর্ব্যবহার, মাঠ ছাড়ল প্রতিপক্ষ

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড