• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তান যেতে রাজি না কোচিং স্টাফরাও

  ক্রীড়া প্রতিবেদক

০৮ জানুয়ারি ২০২০, ২১:২৮

একদিন আগেই জানা গেছে পাকিস্তান সফরে যাচ্ছেন না বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহীম। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এবার তিনি জানিয়েছেন কোচিং স্টাফরাও পাকিস্তান সফরে যেতে চান না।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় দলের সিনিয়র দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহর সঙ্গে জরুরি বৈঠক শেষে পাপন বলেন, ‘আমরা আজ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। মুশফিক পাকিস্তান সফরের ব্যাপারে পুরোপুরি না করে দিয়েছে। জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ছাড়া বেশিরভাগ কোচিং স্টাফ পাকিস্তান সফরে যেতে চান না। প্রধান কোচ শুধু টি-টুয়েন্টি সিরিজের জন্য খেলতে যেতে রাজি।’

বিসিবি বস আরও বলেন, ‘আসলে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে গেলেও আসা যাওয়া থাকা মিলে আট দিনের কম লাগবে না। সে ক্ষেত্রে এক টেস্ট খেললে আট দিনের মধ্যে শেষ করা যাবে।’

বিসিবি সভাপতির এই কথায় একটা বিষয় স্পষ্ট, পাকিস্তান যদি বাংলাদেশ দলের প্রস্তাবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী না হয় তাহলে টাইগাররা অন্তত একটি টেস্ট ম্যাচ খেলতে হলেও সফরে যাবে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড