• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অদ্ভুতভাবে আউট হলেন প্যাটিনসন (ভিডিও)

  ক্রীড়া ডেস্ক

০৪ জানুয়ারি ২০২০, ১৬:১০
জেমস প্যাটিসনসন
বোল্ড হন প্যাটিনসন (ছবি : ক্রিকইনফো)

এভাবে কেউ আউট হয়! সিডনিতে অস্ট্রেলিয়ার টেলএন্ডার জেমস প্যাটিনসন যে‌ভাবে আউট হলেন, তা দেখে বিস্মিত ক্রিকেটভক্তরা। রিপ্লে দেখলে প্যাটিনসনও হয়তো লজ্জা পাবেন।

অস্ট্রেলিয়ার ১৪৩তম ওভারের চতুর্থ বলে আউট হন প্যাটিনসন। কিউই বোলার নিল ওয়াগনার শর্ট বল করার চেষ্টা করেছিলেন। বল যতটা উঠবে ভেবেছিলেন প্যাটিনসন, ততটা ওঠেনি।

বলের গতিপথ থেকে চোখ সরিয়ে নেন প্যাটিনসন। ওয়াগনারের ডেলিভারি অজি ব্যাটসম্যানের শরীরে এসে লাগে। তারপর সেই বল তার ব্যাটে লেগে উইকেটে আঘাত করে। বল যাতে উইকেটে না লাগে, সেই চেষ্টা করেছিলেন প্যাটিনসন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বল উইকেটে লেগে বেল পড়ে যায়। স্কোর বোর্ডে প্যাটিনসনের নামের পাশে লেখা ২ রান।

এর আগেও অদ্ভুতভাবে আউট হয়েছেন এ অজি তারকা। গত বছরের মার্চে শেফিল্ড শিল্ডের ম্যাচে ট্রেন্ট কুপল্যান্ডের বল ডিফেন্স করতে গিয়ে সেই বল ব্যাটে লেগে বোল্ড হন প্যাটিনসন।

আরও পড়ুন:- বছরের প্রথম ডাবল সেঞ্চুরি লাবুশেইনির, অজিদের রানপাহাড়

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ আগেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনির তৃতীয় ও শেষ টেস্টে মারনাস লাবুশেইনি ২১৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। অজিদের প্রথম ইনিংস শেষ হয় ৪৫৪ রানে।

প্যাটিনসনের আউটের ভিডিও দেখুন

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড