• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লাবুশেইনির ডাবল সেঞ্চুরিতে দ্বিতীয় দিনেও অজিদের রাজত্ব

  ক্রীড়া ডেস্ক

০৪ জানুয়ারি ২০২০, ১৫:৫১
মারনাস লাবুশেইনি
ক্যারিয়ার সেরা ২১৫ রান করেন লাবুশেইনি (ছবি : সংগৃহীত)

সিরিজে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের ওপেনাররা আস্থার সঙ্গে ব্যাটিং করছেন। অস্ট্রেলিয়ার ৪৫৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৬৩ রান তুলেছে কিউইরা। দিন শেষে ৩৯১ রানে পিছিয়ে আছে সফরকারীরা। ল্যাথাম ২৬ এবং ব্লান্ডেল ৩৪ রানে অপরাজিত আছেন।

এর আগে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান অজি তারকা মারনাস লাবুশেইনি। ৩ উইকেটে ২৮৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ১৩০ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেন লাবুশেইনি। তার সাথে ছিলেন ম্যাথু ওয়েড ৷

তবে মাত্র ৫ রান যোগ করেই ফিরে যান ওয়েড। দ্রুত ফিরে যান ট্রাভিস হেডও। কিন্তু ষষ্ঠ উইকেটে অধিনায়ক টিম পেইনকে নিয়ে ৭৯ রান যোগ করে অস্ট্রেলিয়ার স্কোর ৪০০ পার করেন লাবুশেইনি।

এরই মাঝে তিনি তুলে নেন ক্যারিয়ারের এবং এ বছরের প্রথম ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৯ চার ও ১ ছক্কায় ২১৫ রানের ম্যারাথন ইনিংস খেলে টড অ্যাস্টলের বলে বিদায় নেন তিনি৷ শেষদিকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা আর সুবিধা করতে না পারলে শেষ পর্যন্ত ৪৫৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের গ্র্যান্ডহোম ও ওয়াগনার ৩টি করে উইকেট নেন।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড