• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত-শ্রীলঙ্কা ম্যাচে পোস্টার নিষিদ্ধ

  ক্রীড়া ডেস্ক

০৪ জানুয়ারি ২০২০, ১১:০৬
ভারত-শ্রীলঙ্কা ম্যাচে পোস্টার নিষিদ্ধ
ছবি : সংগৃহীত

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বাড়তে থাকা ক্ষোভকে কেন্দ্র করে নতুন বছরের প্রথম ম্যাচে পোস্টার ছাড়াই মাঠে প্রবেশ করতে হবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের। প্রিয় তারকার উদ্দেশে কোনো বার্তা লিখেও মাঠে প্রবেশ নিষেধ। এখানেই শেষ নয়। স্কেচ পেন, রং, তুলি, মার্কার অথবা পেন্সিলও নিষিদ্ধ! মোবাইল ফোন, মানিব্যাগ ও গাড়ির চাবি অবশ্য সঙ্গে রাখতে পারবেন ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দেখতে আসা দর্শকরা।

রবিবার (৫ জানুয়ারি) গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচে কোনো পোস্টার নিয়ে মাঠে ঢুকতে পারবেন না দর্শকরা। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রাজনৈতিক পোস্টার নিয়ে মাঠে প্রবেশ করার সম্ভাবনা কমাতেই হয়তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতসব কিছুর মধ্যেও টিকিটের চাহিদা তুঙ্গে। ৩৯,৪০০ দর্শকাসনের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের ২৭ হাজার টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। ভারতীয় বোর্ডের গভর্নিং কাউন্সিলের সদস্য খইরুল জামাল মজুমদার ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, ‘পরিস্থিতি যা-ই হোক, প্রথম টি-টুয়েন্টি ম্যাচে স্টেডিয়াম ভর্তি থাকবে।’

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালস তাদের তিনটি ম্যাচ গৌহাটিতে খেলতে চেয়েছে। তাই আসাম ক্রিকেট সংস্থার সচিব দেবজিৎ সাইকিয়া ঘোষণা দেন, ‘ম্যাচটি সুষ্ঠুভাবে আয়োজন করলে আগামীতে আইপিএলের আরও ম্যাচ পাওয়া যাবে। তাই এ ম্যাচের গুরুত্ব আমাদের কাছে অন্য রকম।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড