• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইংলিশ ক্রিকেটারদের ফুটবল খেলা নিষেধ

  ক্রীড়া ডেস্ক

০৪ জানুয়ারি ২০২০, ০৫:১৬
বার্ন্স
অনুশীলনে ফুটবল খেলে চোট পান বার্ন্স (ছবি: সংগৃহীত)

অনুশীলনে প্রায় সব দেশের ক্রিকেটাররাই ফুটবল খেলে গা গরম করে থাকেন। বাংলাদেশের ক্রিকেটারদেরও প্রায়ই দেখা যায় ফুটবল খেলতে। তবে অনুশীলনে এখন থেকে চাইলেও ক্রিকেট খেলতে পারবে না ইংল্যান্ডের ক্রিকেটাররা। অনুশীলনে ফুটবল খেলা নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে ইতোমধ্যেই পিছিয়ে আছে ইংল্যান্ড। কেপটাউন টেস্টে নামার আগে আরেক দুঃসংবাদ পায় দলটি। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান ওপেনার রোরি বার্ন্স। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে লিগামেন্টে চোট পান এ ক্রিকেটার।

সেঞ্চুরিয়ন টেস্ট দলের সেরা পারফরমার ছিলেন বার্ন্স। তার অনুপস্থিতি অস্বস্তিতেই ফেলেছে ইংল্যান্ডকে। এছাড়া অনুশীলনে ফুটবল খেলে চোট পাওয়ার ঘটনা ইংলিশ ক্রিকেটারদের জন্য নতুন নয়। এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কা সফরে ফুটবল খেলে চোট পান জনি বেয়ারস্টো। এছাড়া জো ডেনলি ও জেমস অ্যান্ডারসনেরও ফুটবল খেলে চোট পাওয়ার অভিজ্ঞতা রয়েছে। এ কারণে বাধ্য হয়েই ক্রিস সিলভারউডের সঙ্গে কথা বলে ফুটবল খেলা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড