• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাবর-আমিরদের গুণতে হবে জরিমানা

  ক্রীড়া ডেস্ক

০৩ জানুয়ারি ২০২০, ১৭:২৪
পাকিস্তান ক্রিকেট দল
পাকিস্তান ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

গত বিশ্বকাপে ফিটনেসহীনতার কারণে হাসি-ঠাট্টার খোরাক হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তাদের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের মেদবহুল শরীর নিয়ে সমর্থকরা ট্রলও করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সচেতন করার জন্য অভিনব এক উপায় অবলম্বন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা যদি আগামী ৬ ও ৭ জানুয়ারি জাতীয় ক্রিকেট একাডেমিতে হওয়া ফিটনেস টেস্ট উত্তীর্ণ হতে না পারেন তবে তাদের মাসিক বেতনের ১৫ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

সব কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করেছে সেদেশের ক্রিকেট বোর্ড। তবে বর্তমানে বাংলাদেশে বঙ্গবন্ধু বিপিএলে ব্যস্ত থাকায় মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ আপাতত এই ফিটনেস টেস্টে থাকছেন না। দুই পেসারের টেস্ট হবে ২০ ও ২১ জানুয়ারি।

পাকিস্তানের কন্ডিশনিং কোচ ইয়াসির মালিক এই ফিটনেস টেস্টের তত্ত্বাবধানে থাকবেন। পাকিস্তানি ক্রিকেটারদের চর্বি বিশ্লেষণ, শক্তিমত্তা, ধৈর্য, সহ্যক্ষমতার গতি এবং ক্রস ফিট নামের পাঁচটি টেস্টে ‍পাশ করতে হবে। যে খেলোয়াড় এই পাঁচটির একটিতে ব্যর্থ হবেন তাকে জরিমানা গুণতে হবে। এমনকি কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে পারেন।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তানি ক্রিকেটার : ক্যাটাগরি এ : বাবর আজম, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ ক্যাটাগরি বি : আসাদ শফিক, আজহার আলী, হারিস সোহেল, ইমাম উল হক, মোহাম্মদ আব্বাস, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি ক্যাটাগরি সি : আবিদ আলী, হাসান আলী, ফখর জামান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, উসমান শিনওয়ারি ও ওয়াহাব রিয়াজ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড