• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তামিমের চোখে দশকসেরা মুস্তাফিজের ভারতবধ

  ক্রীড়া ডেস্ক

০২ জানুয়ারি ২০২০, ১৫:৪৩
মুস্তাফিজুর রহমান
মিরপুরে অভিষেকেই ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজ (ছবি: সংগৃহীত)

পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মুস্তাফিজুর রহমানের। ম্যাচে ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়ে বিশ্ব ক্রিকেটকে নিজের আগমনী বার্তার জানান দেন কাটার মাস্টার খ্যাত এ ফাস্ট বোলার।

মুস্তাফিজের ওয়ানডে অভিষেক হয় ২০১৫ সালের জুনে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমবার স্কোয়াডে ডাক পান এ বোলার। এরপর সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক ঘটে এ বোলারের। আর অভিষেকেই আলোড়নের সৃষ্টি করেন মুস্তাফিজ। মিরপুরে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন একাই। ম্যাচে ৯.২ ওভারে ৫০ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন তিনি। ম্যাচটি ৭৯ রানে জিতে নেয় বাংলাদেশ। ম্যাচসেরা হন মুস্তাফিজ। এরপর দ্বিতীয় ম্যাচে শিকার করেন ৬ উইকেট। তিন ম্যাচের সিরিজে মোট ১৩ উইকেট নেন মুস্তাফিজ।

গত দশক বাংলাদেশ ক্রিকেটের উত্থানের সময়। এ সময়ে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা খেলেছেন অসংখ্য ম্যাচজয়ী ইনিংস। তবে দেশসেরা ওপেনার তামিম ইকবাল এগিয়ে রাখলে মুস্তাফিজের অভিষেক ম্যাচের পারফরম্যান্সকে। ভারতের বিপক্ষে মুস্তাফিজের সেই দুর্দান্ত বোলিংই গত দশকে তামিমের দেখা সেরা পারফরম্যান্স। সম্প্রতি ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে এমনটাই জানিয়েছেন এ ওপেনার।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড