• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাবার জন্য বিশ্বকাপ ফিরিয়ে দিতে রাজি স্টোকস

  ক্রীড়া ডেস্ক

০২ জানুয়ারি ২০২০, ১২:৪৪
বেন স্টোকস
২০১৯ বিশ্বকাপের ট্রফি হাতে স্টোকস (ছবি : সংগৃহীত)

বাবাকে সুস্থ করার পরিবর্তে তাকে যদি বলা হয়, গত বছরের সমস্ত সাফল্য, সমস্ত ট্রফি ফিরিয়ে দিতে, তবে সেই কাজ করতে প্রস্তুত ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজ দেখতে বেনের বাবা গেড স্টোকস দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন। কিন্তু সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের আগেই তিনি অসুস্থ হয়ে জোহানেসবার্গের হাসপাতালে ভর্তি হন।

বেন অবশ্য এখন কেপটাউনে চলে গিয়েছেন দলের সঙ্গে। যেখানে আগামীকাল (শুক্রবার, ৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। তার আগে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক স্টোকস নিজের কলামে লিখেছেন, ‘এই বছরে আমি ব্যর্থতাও দেখেছি, সাফল্যও দেখেছি। কিন্তু বছরের শেষে বাবাকে হাসপাতালে দেখাটা কিছুতেই মেনে নিতে পারছি না। কেউ যদি আমাকে বলে, ২০১৯ সালে তুমি যা পেয়েছ, সব ফেরত দিয়ে দাও, তার বদলে তোমার বাবাকে সুস্থ, সবল, হাসিমুখে গ্যালারিতে বসে থাকতে দেখবে, তা হলে আমি সেই প্রস্তাবে রাজি হয়ে যেতাম।’

২০১৯ সালেই আবার স্টোকসের দাপটে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। বছরের শেষটা অবশ্য স্টোকসের পাশাপাশি ইংল্যান্ডেরও ভালো যায়নি। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে জো রুটের দলকে। প্রথম টেস্ট শুরুর আগে ইংল্যান্ডের বেশ কয়েক জন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুস্থতার প্রকোপ কমলেও পুরো কাটেনি। এর মধ্যে আবার জোফরা আর্চারকে নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কনুইয়ের চোটের জন্য বুধবার অনুশীলনে বল করতে পারেননি আর্চার।

আরও পড়ুন :-কিউইদের হোয়াইটওয়াশ করতে বৃষ্টি চায় অস্ট্রেলিয়া

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড