• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সালতামামি ২০১৯

২০১৯ সালে বিশ্ব ক্রিকেটের যত আলোচিত ঘটনা

  নজরুল ইসলাম

২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৮
সালতামামি ২০১৯
বিশ্ব ক্রিকেটে আলোচিত ২০১৯ সাল (ছবি : সংগৃহীত)

কালের গহ্বরে হারিয়ে যাবে ২০১৯ সালটি। তবে বিশ্ব ক্রিকেটে ২০১৯ সালে এমন কিছু ঘটনা রয়েছে যা মনে থাকবে যুগ যুগ ধরে। বিশ্ব ক্রিকেট আলোচনা করতে হলে এইসব ঘটনা উদাহরণ হয়ে থাকবে। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য নজিরবিহীন ঘটনা ঘটেছে। তার মধ্যে সেরা কয়েকটি স্মরণীয় মুহূর্ত তুলে ধরেছেন দৈনিক অধিকারের ক্রীড়া প্রতিবেদক নজরুল ইসলাম।

সুপার ওভারের নাটকীয়তায় ইংল্যান্ডের বিশ্বকাপ জয় ২০১৯ বছরের সবচেয়ে আলোচিত ঘটনা ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ডের বিশ্বকাপ জয়। ১৯৭৫ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ চালু হলেও শিরোপা জেতার স্বাদ পায়নি ইংলিশরা। এর মধ্যে ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ বিশ্বকাপে ফাইনালে উঠেছিল তারা। ২৭ বছর পর ফাইনালে উঠে আর ব্যর্থ হতে হয়নি ইংল্যান্ডকে।

বহুল আলোচিত এ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত হিসেবে জায়গা করে নিয়েছে ক্রিকেট প্রেমীদের মনে। কারণ প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি টাই হয়। আর শিরোপা নিষ্পত্তির জন্য সুপার ওভারেও খেলা টাই হয়। এ এমনই রোমাঞ্চিত ঘটনা যা কেবল দর্শকরাই সে দিন উপভোগ করেছিল। পরে বাউন্ডারি বেশি হাঁকানোর নিয়মে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়।

ধোনির রানআউট ও ভারতের বিশ্বকাপ থেকে বিদায় ফাইনালের আগে বিশ্বকাপের অন্যতম আলোচিত ঘটনা ভারতের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া। সেমিফাইনালে ওল্ডট্রাফোর্ডে গাপটিলের ম্যাজিক্যাল থ্রোয়ে মহেন্দ্র সিং ধোনির রানআউটের মুহূর্তটি দাগ কেটেছে ক্রিকেট বিশ্বে। গাপটিলের সরাসরি থ্রোতে ৫০ রানে আউট হন ধোনি। এ আউটের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ রানে ম্যাচ হারে ভারত।

স্মিথ বনাম আর্চার লড়াই বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা পেরিয়ে বিশ্বকাপে খেলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। এরপর ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করেন এ দুজন। ওয়ার্নার সাদা পোশাকে পুরো সিরিজে ম্লান ছিলেন। তবে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। সিরিজে ৪ টেস্ট খেলে ৭৭৪ রান করেছেন তিনি।

এর মধ্যে ক্যারিবীয় বংশোদ্ভূত ইংলিশ ফাস্ট বোলার জোফরা আর্চারের সঙ্গে স্মিথের লড়াই ছিল বেশ উপভোগ্য। একদিকে রানের ফোয়ারা ছুটছিল স্মিথের ব্যাট থেকে। অপরদিকে, একের পর এক ভয়ঙ্কর সব বাউন্সারে তাকে ঘায়েল করার চেষ্টা করেন ইংলিশ পেসার। আর্চারের পেস আঘাতে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাটিতে লুটিয়ে পড়েন স্মিথ। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি তিনি। এতে টেস্ট ইতিহাসে প্রথম বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন অজি তারকা মারনাস লাবুশেইনি।

হেডিংলি টেস্টে স্টোকসের অবিশ্বাস্য ইনিংস অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের অবিশ্বস্য জয় তুলে নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ৬৭ রানে অলআউট হওয়া ইংলিশরাই ৩৫৯ রানের টার্গেট অতিক্রম করে। স্টোকসের ১৩৫ রানের অতিমানবীয় ইনিংসের কারণে এমন মহাকাব্যিক ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য ভারত এ বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে ভারত সাত টেস্ট খেলেছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ২টি, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি এবং বাংলাদেশের বিপক্ষে ২টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। এই সাত টেস্টে দাপুটে জয় তুলে ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন তারা।

নির্বাসন কাটিয়ে পাকিস্তানে ক্রিকেট ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার কারণে কোনো দেশ পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি। সেই শ্রীলঙ্কাই ২০১৯ সালে পাকিস্তানে সিরিজ খেলে। সেপ্টেম্বর-অক্টোবরে লঙ্কানরা সীমিত ওভারের ক্রিকেট খেলতে পাকিস্তান সফর করলেও মূল তারকাদের অনেকেই নিরাপত্তার অজুহাতে আসেনি। তবে ডিসেম্বরে টেস্ট সিরিজে পুরো দল নিয়েই পাকিস্তানে খেলতে যায় শ্রীলঙ্কা।

আইসিসির নিষেধাজ্ঞার কবলে জিম্বাবুয়ে চলতি বছরের জুলাই মাসে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করে আইসিসি। তখন অভিযোগ ছিল দেশটির সরকার ক্রিকেট বোর্ডের ওপর হস্তক্ষেপ করেছেন। তবে অক্টোবরে সেই নিষেধাজ্ঞা ফিরিয়ে দেওয়া হয়। আইসিসির নির্দেশ অনুসারে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে বোর্ড গঠন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড