• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে পরিবর্তনের ছড়াছড়ি

  ক্রীড়া ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৫
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল (ছবি: সংগৃহীত)

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১৭ জনের টেস্ট স্কোয়াডে ৬ জনের নেই টেস্ট খেলার অভিজ্ঞতা। ফ্যাফ ডু প্লেসিকে অধিনায়ক করে এ স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি ক্রিকেটে চরম বাজে সময় পার করছে দক্ষিণ আফ্রিকা। ফলে দলটির কোচিং ইউনিটে এসেছে পরিবর্তন। সাবেক তারকা ক্রিকেটার মার্ক বাউচারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। দায়িত্ব নিয়েই দলকে ঢেলে সাজানো শুরু করেছেন বাউচার। নিজের প্রথম পরীক্ষায়ই সুযোগ দিচ্ছেন এক ঝাঁক নতুন মুখকে।

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন বিউরান হেনড্রিক্স, ড্যান প্যাটারসন, পিয়েতের মালান, ডোয়াইন প্রিটোরিয়াস, রুডি সেকেন্ড, ভ্যান ডার ডুসেন। এরমধ্যে বিউরান হেনড্রিক্স ও ড্যান প্যাটারসন পেস বোলার, পিয়েতের মালান ওপেনিং ব্যাটসম্যান, ডোয়াইন প্রিটোরিয়াস অলরাউন্ডার, রুডি সেকেন্ড উইকেটরক্ষক এবং ভ্যান ডার ডুসেন মিডলঅর্ডার ব্যাটসম্যান। এছাড়া ইনজুরির কারণে ভারত সিরিজ থেকে বাদ পড়া মারকারামও ফিরেছেন দলে।

আগামী ২৬ ডিসেম্বর 'বক্সিং ডে'তে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে দুই দল। এরপর ৩, ১৬ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাকি তিন টেস্ট।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড- ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা, ডিন এলগার, কুইন্টন ডি কক, কেশব মাহারাজ, এইডান মারকারাম, যুবায়ের হামজা, এনরিখ নর্টজে, আন্দিলে ফেহলুকোয়াও, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, বিউরান হেনড্রিক্স, ড্যান প্যাটারসন, পিয়েতের মালান, ডোয়াইন প্রিটোরিয়াস, রুডি সেকেন্ড, ভ্যান ডার ডুসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড