• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রফিকের ব্যাটিং তাণ্ডবে উড়েই গেল দুর্জয়-আকরামরা

  ক্রীড়া প্রতিবেদক

১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:০৪

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজন করা হয় ‘বিজয় দিবস ক্রিকেট’। মুক্তিযুদ্ধে নিহত দুই ক্রিকেটার শহীদ জুয়েল ও শহীদ মোস্তাক স্মরণে আয়োজিত ম্যাচটি খেলে থাকেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এবারও বিজয় দিবস ক্রিকেটের আয়োজন করা হয়েছে। যেখানে মোহাম্মদ রফিকের ব্যাটিং তাণ্ডবে শহীদ জুয়েল একাদশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় শহীদ মুশতাক একাদশ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান করে শহীদ জুয়েল একাদশ। সর্বোচ্চ ৫২ রান করেন এহসানুল হক সিজান। এছাড়া সজল চৌধুরী ৪৬, শাহরিয়ার হোসেন ৩২, মিনহাজুল আবেদিন নান্নু ১৬, নাইমুর রহমান দুর্জয় ৫ ও খালেদ মাহমুদ সুজন ৩ রান করে।

একাদশে থাকলেও ব্যাট হাতে নামেননি তখনকার অন্যতম সেরা ব্যাটসম্যান হাবিবুল বাহসার সুমন। শহীদ মুশতাক একাদশের পক্ষে ২টি উইকেট নেন শফিউদ্দিন আহমেদ।

রান তাড়া করতে নেমে মোহাম্মদ রফিক ও মেহরাব হোসেন অপির ১১৮ রানের তৃতীয় উইকেট জুটিতে সহজ জয় পায় শহীদ মুশতাক একাদশ। জয়ের জন্য ৭ রান বাকি থাকতে সাজঘরে ফেরেন রফিক। তার আগে খেলেন ৩৯ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস। ব্যাট হাতে হাঁকান ৮টি চার ও ৫টি বিশাল ছক্কা।

মেহরাব অপি অপরাজিত থাকেন ৪৭ বলে ৪৮ রান করে। এছাড়া হারুনুর রশিদ ১২, জাভেদ ওমর ৬ ও জাহাঙ্গীর শাহ অপরাজিত থাকেন ২ রানে। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোহাম্মদ রফিক।

শহীদ জুয়েল স্কোয়াড : নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, শাহরিয়ার বিদ্যুৎ, এনামুল হক মনি, সজল চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, এহসানুল হক সিজান, নিয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ সেলিম (উইকেটকিপার), হাসিবুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান রানা।

ম্যানেজার : গোলাম ফারুক চৌধুরী সুরু।

শহীদ মুশতাক স্কোয়াড : মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আলি, খালেদ মাসুদ পাইলট , তারেক আজিজ খান, মুশফিকুর রহমান বাবু, মোর্শেদ আলি খান সুমন, মোহাম্মদ রফিক, আনেয়ার হোসেন মনির, শফিউদ্দিন আহমেদ বাবু

ম্যানেজার : রকিবুল হাসান।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড