• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জুতো কেনার টাকা নেই, ব্যান্ডেজ পায়ে স্বর্ণজয়

  ক্রীড়া ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৩
রিয়া বুলোস
রিয়া বুলোস (ছবি : সংগৃহীত)

চোখে একরাশ স্বপ্ন, আর অদম্য মনের জোরকে সম্বল করে স্বপ্ন পূরণে সমস্ত বাধাকে অতিক্রম করল ফিলিপাইনের এক কিশোরী। খালি পায়ে শুধুমাত্র ব্যান্ডেজ জড়িয়েই দৌড় প্রতিযোগিতায় জিতল স্বর্ণ পদক। তাও আবার একটা নয়, তিন তিনটে!

রিয়া বুলোস নামের ওই ১১ বছরের কিশোরীর ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ফিলিপাইনের ১১ বছর বয়সী ওই ক্ষুদে অ্যাথলেট ইলোইলো স্কুলের হয়ে আন্তঃস্কুল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে; যা ছিল ৪০০ মিটার, ৮০০ মিটার এবং ১৫০০ মিটারের দৌড় প্রতিযোগিতা!

পায়ে কোনো রকম বুট ছাড়াই একপ্রকার খালি পায়ে শুধু মাত্র ব্যান্ডেজ জড়িয়েই বাজিমাত বছর এগারোর ওই কন্যার। এমনকি নিজ হাতে ওই ব্যান্ডেজের ওপর নাইকের লোগোও এঁকে রাখে সে। তা দেখে অনেকে টুইটারে জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড নাইককে ট্যাগ করে ওই ক্ষুদে স্বর্ণজয়ীকে একজোড়া জুতা উপহার দেওয়ার জন্য অনুরোধ করে।

ছবিগুলো ভাইরাল হওয়ার পরেই বাস্কেটবল স্টোর টাইটান ২২ এর সিইও জেফ কারিয়াসো মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে আসেন। মেয়েটিকে খুঁজে পেতে টুইটার ব্যবহারকারীদের কাছে সাহায্যের আবেদনও করেন।

যদিও এসএম সিটি নামে এক বেসরকারি সংস্থা মেয়েটিকে এক জোড়া জুতো, মোজা ও একটি ব্যাগ উপহার দিয়েছে বলে জানা গেছে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড