• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাককানইবিতে আন্তঃবিভাগ ফুটবলের চ্যাম্পিয়ন পপুলেশন সায়েন্স

  জাককানইবি প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০১৯, ১১:৪৮
জাককানইবি
ফাইনালের দুই দল (ছবি : দৈনিক অধিকার)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ এ চ্যাম্পিয়ন হয়েছে পপুলেশন সায়েন্স বিভাগ।

রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে আইন ও বিচার বিভাগকে ৬-৫ গোলে হারায় পপুলেশন সায়েন্স বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশালের জাতীয় সংসদ সদস্য এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. রুহুল আমীন মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০১৯ আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার দে।

স্বাগত বক্তব্য রাখেন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ আয়োজন কমিটির সদস্য সচিব শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. জিয়াউদ্দিন মন্ডল। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. শেখ সুজন আলী, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে গেল ১ ডিসেম্বর বিভাগগুলোর অংশগ্রহণে খেলা শুরু হয়েছিল।

ওডি/এসএমএন/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড