• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজয় দিবসে সাকিব-মুশফিকদের শুভেচ্ছা

  ক্রীড়া ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, ১০:৩৩
মহান বিজয় দিবস
ছবি : সংগৃহীত

আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালির বিজয়ের দিন। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দিনে বাঙালি জাতি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।

বিজয়ের ৪৮তম বার্ষিকীতে আজ পুরো জাতি পরম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদকে। বাদ যাননি দেশের ক্রিকেটাররাও।

সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেইদিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে ঊজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

নিজের ফেসবুকে এক বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘আজ আমরা এই পতাকা অনেক গর্বের সাথে ধরে রাখি। ১৬ ডিসেম্বর একটি বিজয় যা আমাদের জন্য অনেক জয়ের জন্য দরজা খুলে দিয়েছে। স্যালুট মুক্তিযোদ্ধাদের, কখনো ভোলা যাবে না।’

আর ক্রিকেটার সাব্বির তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা, আমরা তোমাদের ভুলবো না। সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’

দিনটির তাৎপর্য মনে করিয়ে দিয়ে নিজের ফেসবুকে বার্তা দিয়েছেন আরেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, ‘আজ অনেক সাহসী-হৃদয় থেকে ত্যাগের দিন। তাদের সংগ্রাম এবং সাহসিকতার কথা ভুলে যাওয়া যাক না। শুভ বিজয় দিবস।’

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও সালাম বিনম্র শ্রদ্ধা।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড