• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লা লিগায় জড়িয়েই রোহিত জানালেন, বার্সা নয়—রিয়াল

  ক্রীড়া ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৯, ১৩:০৪
রোহিত শর্মা
ভারতীয় ওপেনার রোহিত (ছবি : সংগৃহীত)

ক্রিকেট মাঠে রোহিত শর্মার ব্যাট অনেক রেকর্ডই উপহার দিয়েছে। এবার রোহিতের মুকুটে যোগ হলো আরও একটি পালক। তবে এর সঙ্গে ক্রিকেটের সরাসরি কোনো যোগ নেই। গতকাল (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) রোহিতকে তাদের ‘ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর’ হিসেবে বেছে নিল লা লিগা। স্প্যানিশ লিগের ইতিহাসে এই প্রথম ফুটবলার ছাড়া অন্য খেলার কাউকে ‘ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর’ হিসেবে বেছে নেওয়া হলো।

বুধবার রাতে ওয়াংখেড়েতে দুরন্ত ইনিংস খেলার পরে বৃহস্পতিবার রোহিতের নাম জুড়ে গেল লা লিগার সঙ্গে। মুম্বাইয়ে সেই অনুষ্ঠানে এসে রোহিত বলেন, ‘আমাদের দলে যে সব তরুণ ক্রিকেটার এসেছে, যেমন শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া—এরা সবাই ফুটবলের খুব ভক্ত। নিয়মিত ফুটবল ম্যাচ দেখাই নয়, প্রিয় ফুটবলারদের চুলের ছাঁটও এরা অনুকরণ করে।’

রোহিত নিজেও ফুটবল ভক্ত। তার প্রিয় ক্লাব এবং ফুটবলারের নাম জিজ্ঞেস করলে তিনি বলেন রিয়াল মাদ্রিদ এবং জ়িনেদিন জ়িদান। রোহিত বলেছেন, ‘আমি লা লিগার সঙ্গে যুক্ত হলাম বলে এ কথা বলছি, এমনটা কিন্তু ভাববেন না। আমি জিদানের খুব ভক্ত ছিলাম। আমি ওর খেলা দেখেছি। জিদানের খেলা দেখতে দেখতেই আমি ফুটবলের ভক্ত হয়ে যাই। নিয়মিত ফুটবল খেলা দেখতে শুরু করি।’

কেন রিয়াল মাদ্রিদ তার প্রিয়, সেটাও জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘রিয়াল ফুটবলারদের দক্ষতা, যে আবেগ দিয়ে ওরা খেলাটা খেলে, এ সব আমার খুবই ভালো লাগে। তা ছাড়া ওদের দক্ষতাও অসাধারণ। যে কারণে স্পেনকেও আমার খুব ভালো লাগে। একই রকম আবেগ দেখি ওদের খেলাতেও।’ স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান বলে জানালেন রোহিত।।

বর্তমানে ভারতীয় ক্রিকেটাররা ফুটবল খেলে ওয়ার্ম আপ করছেন। ভারতীয় দলে কে সবচেয়ে ভালো ফুটবল খেলেন? এই প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘আমাদের দলে অনেকেই খুব ভালো ফুটবল খেলে। তবে দলের এক নম্বর ফুটবলারের নাম অবশ্যই মহেন্দ্র সিং ধোনি।’ এর পরে একটা কথা ফাঁস করে দেন তিনি। বলেন, ‘আমাদের দলে একজন জ্লাতান ইব্রাহিমোভিচও আছে। তার নাম ইশান্ত শর্মা!’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড