• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও বার্সার বিরুদ্ধে মামলা করলেন নেইমার

  ক্রীড়া ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৫৩
নেইমার
নেইমার (ছবি : সংগৃহীত)

২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ পরিশোধ করে পিএসজিতে চলে যাওয়ার পর নেইমারের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে বার্সার। পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, একবার বার্সার বিরুদ্ধে মামলা করে নেইমার আবার নেইমারের বিরুদ্ধে মামলা করে কাতালানরা।

স্পেন ছাড়ার পর নেইমারের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা করে বার্সা। জবাবে বকেয়া বোনাস না দেওয়ায় ক্লাবটির বিপক্ষে উল্টো মামলা ঠুকে দেন নেইমার। যদিও গত দলবদলের মৌসুমে নেইমার সব মামলার নিষ্পত্তি করে ফিরতে চেয়েছিলেন আগের ক্লাবে। অবশ্য ফেরা হয়নি তার। এবার বকেয়া বেতন চেয়ে আবারও কাতালানদের বিপক্ষে মামলা ঠুকে দিলেন এ ব্রাজিলিয়ান তারকা।

আগের মামলাই এখনো ঝুলে আছে। নিষ্পত্তি হয়নি। এর মধ্যে আবারও সাবেক ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা! পিএসজির ব্রাজিলিয়ান তারকা এবারের মামলায় দাবি করেছেন ৩.৫ মিলিয়ন ইউরো। ২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার সময় নাকি তার বেতনের ৩.৫ মিলিয়ন ইউরো এখনো বকেয়া রয়েছে। যা দিতে চেয়েও দেয়নি বার্সেলোনা!

নেইমার দাবি করেছেন, ন্যু ক্যাম্পে তার শেষ মৌসুমের বেতনের ৩.৫ মিলিয়ন ইউরো বকেয়া রয়েছে। প্রতিহিংসাপরায়ণ হয়ে বার্সেলোনা বেতনের বকেয়া সেই টাকা আজও পরিশোধ করেনি। তাই তিনি বকেয়া বেতনের দাবিতে মামলা ঠুকে দিলেন শ্রম আদালতে। (সূত্র- স্প্যানিশ পত্রিকা এল মুন্ডো)

মামলার পাশাপাশি অভিযোগও রয়েছে নেইমারের। বার্সেলোনা চুক্তির নামে অভিনয় করে বিশ্বাসভঙ্গ করেছে বলেও অভিযোগ তার। এমনকি বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউকে প্রতিহিংসাপরায়ণ বলেই আখ্যায়িত করেছেন।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড