• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুগল সার্চে দুইয়ে নেইমার, শীর্ষ দশে নেই মেসি-রোনালদো

  ক্রীড়া ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৯, ১১:১৫
নেইমার-রোনালদো ও মেসি
নেইমার-রোনালদো ও মেসি (ছবি : সংগৃহীত)

২০১৯ সালে ব্যক্তিগত সব পুরস্কারই জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে একটা জায়গাতে মেসির চেয়ে অনেক এগিয়ে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার। গুগল সার্চে টপ দুইয়ে আছেন পিএসজির তারকা স্ট্রাইকার নেইমার; যেখানে মেসি টপ টেনেও নেই। সেই সঙ্গে জুভেন্তাসের পর্তুগিজ রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদোও।

প্রতি বছর শেষে প্রকাশিত হয় গুগল সার্চের সেরা ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরির তালিকার নাম। গুগল সার্চে অ্যাথলেটদের মধ্যে শীর্ষে আছেন আমেরিকান ফুটবল তারকা অ্যান্তনিও ব্রাউন। ফুটবল স্টার নেইমার আছেন তালিকায় দুই নম্বরে।

বার্সালোনার আনসু ফাতি জায়গা করে নিয়েছেন তালিকার দশ নম্বরে। তবে মেসি এবং রোনালদোর জায়গা হয়নি শীর্ষ দশের তালিকায়।

উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেটে এই ক্যাটাগরির সার্চিং তালিকায় শীর্ষে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও বাংলাদেশের সেরা দশ ব্যক্তির তালিকায় আছেন আরও চারজন ক্রিকেটার। তারা হলেন- মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহীম। তাদের অবস্থান যথাক্রমে- দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম স্থানে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড