• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বেচ্ছায় আইসিসির দায়িত্ব ছেড়ে দিচ্ছেন মনোহর

  ক্রীড়া ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৪৪
শশাঙ্ক মনোহর
আইসিসি চেয়ারম্যান মনোহর (ছবি : সংগৃহীত)

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি চেয়ারম্যান পদে থাকতে চান না শশাঙ্ক মনোহর। আরও দুই বছর এই দায়িত্বে থাকার সুযোগ থাকলেও সরে দাঁড়াতে চান মনোহর। আগামী বছরের মে মাসে শেষ হবে মনোহরের চলমান দায়িত্বভার।

২০১৬ সালে আইসিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন শশাঙ্ক মনোহর। এরপর ২০১৮ সালে সর্বসম্মতিক্রমে দ্বিতীয়বারের মতো এই পদে নিয়োগ পান তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী সর্বোচ্চ তিনবার একই দায়িত্বে থাকতে পারবেন কেউ।

সবার সম্মতিতে নির্বাচিত হলে আরও একবার আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করার সুযোগ রয়েছে মনোহরের। সেই ধারাবাহিকতায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান মনোহরকে আরও একবার দায়িত্ব পালন করার জন্য প্রস্তাব দেন। তবে এই দায়িত্ব পালনে আগ্রহী নন ভারতীয়।

এ বিষয় জানতে চাইলে শশাঙ্ক মনোহর বলেন, ‘আরও দুই বছরের জন্য দায়িত্ব নিতে আমি আগ্রহী না। বেশিরভাগ পরিচালকই আমাকে দায়িত্ব পালন করতে বলেছে। তাদের বলে দিয়েছি আমি থাকতে চাই না। চেয়ারম্যান হিসেবে আমি ৫ বছর দায়িত্ব পালন করেছি। তাই এটা পরিষ্কার আগামী জুনের পর আর কাজ করতে চাই না।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড