• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাপোলির নতুন কোচ গাত্তুসো

  ক্রীড়া ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৯, ১০:১৫
গেনারো গাত্তুসো
নাপোলির নতুন কোচ গেনারো গাত্তুসো (ছবি : সংগৃহীত)

ইতালিয়ান গণমাধ্যমের খবর ছিল- গত মৌসুমে এসি মিলানের দায়িত্বে থাকা গেনারো গাত্তুসোকে কার্লো অ্যানচেলোত্তির বদলি হিসেবে নাপোলির প্রথম পছন্দ। সে খবরটাই নিশ্চিত করল নাপোলি। গাত্তুসোই হয়েছেন নেপলসের দলটির নতুন ম্যানেজার।

ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে গাত্তুসোকে স্বাগত জানিয়েছেন নাপোলি প্রেসিডেন্ট অরেলিও ডি লরেন্তিস। গাত্তুসোর পেশাদারি এবং কোচিং ক্যারিয়ারে সেরি আ-এর সাথে সম্পৃক্ততার কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে, জানিয়েছেন লরেন্তিস।

২০১৭ সালে এসি মিলানের ম্যানেজার হয়েছিলেন গাত্তুসো। প্রায় দেড় বছর পর গত মে-তে প্রিয় ক্লাবের দায়িত্ব ছাড়েন তিনি। মজার বিষয় হচ্ছে, নাপোলিতে যার স্থলাভিষিক্ত হচ্ছেন গাত্তুসো, সেই অ্যানচেলোত্তির অধীনেই মিলানে খেলেছিলেন গাত্তুসো। 'কার্লেতো'র অধীনে মিলানের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ এবং একবার সেরি আ-এর শিরোপাও জিতেছিলেন তিনি। অ্যানচেলোত্তিকে নিজের পিতার সমান শ্রদ্ধা করার কথাও জানিয়েছিলেন গাত্তুসো।

অ্যানচেলোত্তির অধীনে খেলার সময় রিনো (ছবি : সংগৃহীত)

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) হেঙ্কের বিপক্ষে ৪-০ গোলে জিতে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে নাপোলি। এর কয়েক ঘণ্টা পরে এক টুইট বার্তায় অ্যানচেলোত্তিকে ছাঁটাই করার বিষয়টি জানায় ক্লাবটি। পরদিন ইতালির বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার গাত্তুসোকে নিয়োগ দিল তারা।

অন্যদিকে, চাকরিচ্যুত হওয়া অ্যানচেলোত্তি ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিতে পারেন বলে জানিয়েছে ইতালির গণমাধ্যমগুলো।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড