• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝড় তুলতে ঢাকায় ক্যারিবীয় হার্ডহিটার রাসেল

  ক্রীড়া ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৯, ১২:৪৮
আন্দ্রে রাসেল
উইন্ডিজ তারকা রাসেল (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আকর্ষণীয় তারকা আন্দ্রে রাসেল। সোমবার (৯ ডিসেম্বর) ভোরে ঢাকায় এসে পৌঁছান এ ক্যারিবীয় হার্ডহিটার।

বিশ্বের প্রায় সবখানেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে অংশ নিয়ে থাকেন আন্দ্রে রাসেল। সে ধারাবাহিকতায় নাম লিখিয়েছেন বঙ্গবন্ধু বিপিএলেও। রবিবার (৮ ডিসেম্বর) হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন। মাঠের খেলা শুরু হবে বুধবার (১১ ডিসেম্বর) থেকে। রাজশাহী রয়্যালস মাঠে নামবে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনসের মুখোমুখি হবে লিটন দাস, আফিফ ধ্রুব, আন্দ্রে রাসেলদের রাজশাহী।

আজ (মঙ্গলবার, ১০ ডিসেম্বর) বেলা ৩টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে জার্সি উন্মোচন করবে দলটি। সেখানে উপস্থিত থাকবেন রাসেল। দলের আরেক বড় তারকা শোয়েব মালিক বাংলাদেশে আসবেন বুধবার।

রাজশাহী রয়্যালস স্কোয়াড

দেশি ক্রিকেটার লিটন দাস (এ), আফিফ হোসেন ধ্রুব (বি), আবু জায়েদ রাহী (বি), ফরহাদ রেজা (বি), তাইজুল ইসলাম (এ), অলক কাপালি (সি), কামরুল ইসলাম রাব্বি (বি), ইরফান শুক্কুর (সি), মিনহাজুল আবেদিন আফ্রিদি (ডি), নাহিদুল ইসলাম (সি)।

বিদেশি ক্রিকেটার রবি বোপারা, হযরতুল্লাহ জাজাই, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ইরফান, আন্দ্রে রাসেল (ড্রাফটের বাইরে), শোয়েব মালিক (ড্রাফটের বাইরে)।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড