• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিগ ম্যাচে ‘বি’ টিম নিয়ে মাঠে নামছে বার্সেলোনা

  ক্রীড়া ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৯, ১১:৫১
বার্সেলোনা
বার্সেলোনার অনুশীলন (ছবি : সংগৃহীত)

ইন্টার মিলানের বিপক্ষে আজ (১০ ডিসেম্বর, মঙ্গলবার) অ্যাওয়ে ম্যাচে লিওনেল মেসিকে বিশ্রাম দিল বার্সেলোনা। সোমবার বার্সেলোনা এই ম্যাচের জন্য ২০ জনের যে দল ঘোষণা করেছে তাতে মেসি নেই। স্প্যানিশ ক্লাব ইতিমধ্যেই চ্যাম্পিয়নস লিগে ‘গ্রুপ এফ’-এর পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। তাদের ১১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার এবং বরুশিয়া ডর্টমুন্ড চার পয়েন্ট পিছিয়ে।

মেসি এ বারের চ্যাম্পিয়নস লিগে বার্সার পাঁচটি ম্যাচে অপরাজিত থাকার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছেন। দুটি গোল এবং তিনটি গোলের পাস বাড়িয়েছেন তিনি। বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে দুরন্ত ছন্দে থাকা লুইস সুয়ারেজ এবং অ্যান্তোনিয়ো গ্রিজম্যানকে দলে রাখতে পারেন। তবে মেসিকে তিনি এই ম্যাচে বিশ্রাম দিয়েছেন।

আগামী শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের যাতে বার্সা মহাতারকাকে তরতাজা পাওয়া যায় সেই কারণে। গত শনিবার লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে সরিয়ে সর্বোচ্চ হ্যাটট্রিক করার রেকর্ড করেন মেসি। তার দাপটে ৫-২ গোলে মায়োর্কাকে হারায় বার্সেলোনা।

সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের পরে বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। বছর শেষের আগে তাদের শেষ ম্যাচ ঘরের মাঠে আলাভেসের বিপক্ষে। তার পরেই শীতকালীন ছুটি শুরু মেসিদের। লা লিগায় এখন পয়েন্টের দিক থেকে রিয়াল মাদ্রিদ ও শীর্ষস্থানে থাকা বার্সেলোনা একই জায়গায় রয়েছে। দুই দলেরই পয়েন্ট ৩৪। কেবল গোলপার্থক্যে এগিয়ে মেসিরা।

এরইমধ্যেই চ্যাম্পিয়নস লিগে নক-আউট পর্যায়ে ওঠা নিশ্চিত করে ফেলায় বার্সেলোনা এখন লা লিগাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই কারণেই মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত। এমনটাই মনে করা হচ্ছে। চলতি মৌসুমে মেসি সব প্রতিযোগিতা মিলে ১৪টি গোল এবং আটটি গোলের পাস বাড়িয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এ রকম দুর্ধর্ষ ছন্দে থাকা বার্সা তারকা চলতি বছরের শেষ তিনটি ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন, এই আশাতেই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ভালভার্দের।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড