• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট মাঠে ঢুকল সাপ (ভিডিও)

  ক্রীড়া ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৬
ক্রিকেট মাঠে সাপ
ক্রিকেট মাঠে সাপ (ছবি: সংগৃহীত)

ক্রিকেটাররা মাঠে খেলার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ তারা আবিষ্কার করল, মাঠে ঘুরে বেড়াচ্ছে আস্ত একটা সাপ। এমনটাই ঘটেছে ভারতে। দেশটির ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফির ম্যাচের ঠিক পূর্ব মুহূর্তে মাঠে ঢুকে পড়েছিল সাপটি।

সোমবার (৯ ডিসেম্বর) বিজয়ওয়াড়ার ডক্টর গোকারাজু লিয়ালা গঙ্গারাজু এসিএ ক্রিকেট গ্রাউন্ডে সাপটি ঢুকে পড়ে। অন্ধপ্রদেশ বনাম বিদর্ভের ম্যাচের আগে এ ঘটনা ঘটে। কীভাবে সাপটি মাঠে এসেছিল তা অবশ্য জানা যায়নি। ক্রিকেট মাঠে পাখি, কুকুর কিংবা মৌমাছি ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। তবে এবারই প্রথম সাপের উৎপাত দেখা গেল মাঠে।

এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ম্যাচ শুরু হওয়ার কিছু সময় আগে সাপের দেখা মেলে মাঠের মধ্যে। যদিও এই ঘটনায় ক্রিকেটাররা বিন্দুমাত্র আতঙ্কিত হননি। পড়ে গ্রাউন্ডস্টাফরা এসে সাপটিকে বের করে নিয়ে যায়। ম্যাচে টস জিতে বিদর্ভ ব্যাট করতে পাঠায় অন্ধ্রকে। লাঞ্চে তিন উইকেট হারিয়ে ফেলেছে হনুমা বিহারী অ্যান্ড কোং। দুই ওপেনার সিআর গণেশ্বর (৮) ও প্রশান্ত কুমার (১০) ফিরে যাওয়ার পর ক্রিজে রয়েছেন অধিনায়ক বিহারী (৪৩) ও রিকি ভাদুড়ি (৯)।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড