• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বর্ণ জিততে শান্ত-সৌম্যদের সামনে মামুলি লক্ষ্য

  ক্রীড়া ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৫
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেপালের কির্তীপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাউথ এশিয়ান (এসএ) গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যেখানে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশকে ১২২ রানের মামুলি টার্গেট দেয় শ্রীলঙ্কা।

আজ সোমবার (৯ ডিসেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে।

টস জিতে বোলিংয়ে এসে শুরুতে ওপেনার ফার্নান্দোকে তুলে নেন সুমন খান। তার পরের ওভারের লাসিথ ১ ও মেন্ডিসকে ৪ রানে ফেরান আরেক পেসার হাসান মাহমুদ।

এরপর বেশি সময় থিতু হতে পারেননি ওপেনার পাথুম নিসাঙ্কা। ব্যক্তিগত ২২ রান করে আউট হয়ে ফেরেন। একই ওভারে ১২ রান করা আসালাঙ্কাকে ফেরান মেহেদী হাসান। তার পরের ওভারে তানভীরের বলে ফিরে যান বান্দারা।

দলীয় ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন ঘটে ৮৭ রানে। সাইফের কাছে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৮ রানে তানভীরের বলে ফিরে যান জেহান ড্যানিয়েল।

এরপর হাসান মাহমুদের কাছে উইকেট দিয়ে ফেরেন এই ম্যাচে শ্রীলঙ্কার সর্বোচ্চ স্কোরার শাম্মু আহসান (২৫)। শেষে দিকে বোলারদের অল্প চেষ্টায় ১২২ রান পর্যন্ত পৌঁছায় শ্রীলঙ্কা।

বল হাতে বাংলাদেশের হয়ে ৩ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। দুই উইকেট পেয়েছেন তানভীর ইসলাম। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সুমন খান ও মেহেদী হাসান।

সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা : ১২২/১০ (২০ ওভার)

উল্লেখ্য, এর আগে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের নারী ক্রিকেট ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ২ রানে হারিয়ে সোনা জেতে বাংলাদেশ নারী দল। রবিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশের দেওয়া ৯১ রানের জবাবে ৮৯ রানেই থেমে যায় শ্রীলঙ্কা।

বাংলাদেশ স্কোয়াড :

সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, সৈয়দ মিনহাজুল আবেদিন আফ্রিদি, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, মানিক খান, তানভীর ইসলাম, মেহেদি হাসান রানা, সৌম্য সরকার, মেহেদি হাসান, হাসান মাহমুদ।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড