• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বর্ণ জিতে কেঁদে ফেললেন সুমা

  ক্রীড়া ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ১১:৫০
সুমা বিশ্বাস
সুমা বিশ্বাস (ছবি : সংগৃহীত)

নেপালে সাউথ এশিয়ান (এসএ) গেমসের নবম দিনেও একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে দিন শুরু হয়েছে আর্চারি ইভেন্টে স্বর্ণ জিতে। দিনের শুরুতে প্রথম স্বর্ণ এনে দেন সুমা বিশ্বাস। বিদেশের মাটিতে এই সাফল্য পেয়ে কেঁদে ফেললেন এই আর্চারি।

স্বর্ণ জয়ের পর অনুভূতি জানাতে গিয়ে চোখ অশ্রুতে ছলছল করছিল সুমার। তার এ জয়ের পেছনে যাদের ভূমিকা রয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সুমা বিশ্বাস বলেন, ‘আমি কখনও ভাবিনি এ পর্যন্ত আসবো। আমার টিম, কোচ তাদের সাপোর্টে আমি এ পর্যন্ত আসছি। তাদের সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আমি কখনও আসতে পারতাম না।’

এর আগে রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে আর্চারিতে ভুটানকে হারিয়ে স্বর্ণ জিতে নেয় বাংলাদেশের দল। আর্চারিতে নারীদের দলগত রিকার্ভে ভারতকে হারিয়ে স্বর্ণ জেতে বাংলাদেশ।

তার আগে দিনের শুরুতে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জেতেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

নবম দিনের শুরুতে ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় স্বর্ণ জিতেন ইতি খাতুন ও সোহেল রানা।

এ পর্যন্ত ১৩তম এসএ গেমসে বাংলাদেশ ১৬টি স্বর্ণ, ২৮টি রৌপ্য এবং ৬৬টি ব্রোঞ্জসহ ১১০ টি পদক জিতেছে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড