• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিংবদন্তি স্টেফানোর রেকর্ড ভাঙলেন সানচেজ

  ক্রীড়া ডেস্ক

০৮ ডিসেম্বর ২০১৯, ২২:৪১
জোয়াকুইন সানচেজ রদ্রিগুয়েজ
রিয়াল বেতিস ফুটবলার জোয়াকুইন সানচেজ রদ্রিগুয়েজ (ছবি: সংগৃহীত)

লা লিগায় নতুন ইতিহাস গড়লেন রিয়াল বেতিসের অধিনায়ক জোয়াকুইন সানচেজ রদ্রিগুয়েজ। এ লিগে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করে ফুটবলার এখন তিনি। এ রেকর্ড গড়তে এ ফুটবলার ভেঙ্গেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার ডি স্টেফানোর রেকর্ড।

রবিবার (৮ ডিসেম্বর) অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন সানচেজ। ৩৮ বছর ১৪০ দিন বয়সে হ্যাটট্রিক করলেন এ ফুটবলার। ২০ বছরের ক্যারিয়ারে এটিই তার প্রথম হ্যাটট্রিক। এর আগে লা লিগায় সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছিলেন ডি স্টেফানো।

স্প্যানিশ লিগে হ্যাটট্রিকের নতুন ইতিহাস লিখলেন । সব চেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার কৃতিত্ব গড়েছেন এ রিয়াল বেতিস ক্যাপ্টেন। ভেঙে দেন আলফ্রেডো ডি স্টেফানোর গড়া ৫৫ বছরের আগের রেকর্ড। ১৯৬৪ সালে ৩৭ বছর বয়সে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

ম্যাচের ২০ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেন সানচেজ। ম্যাচের ২, ১১ ও ২০ মিনিটে গোল করেন তিনি। তার দুর্দান্ত পারফর্মে বিলবাওকে ৩-২ গোলে হারায় রিয়াল বেটিস।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড