• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাইনালের আগে শ্রীলঙ্কার কাছে হারল শান্ত-সৌম্যরা

  ক্রীড়া ডেস্ক

০৮ ডিসেম্বর ২০১৯, ১৪:৫১
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাউথ এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টে ফাইনালের আগে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। অথচ একই সময় লঙ্কান নারী ক্রিকেট দলকে ২ রানে হারিয়ে সোনা জিতল বাংলাদেশের মেয়েরা।

রবিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশের দেওয়া ১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারালেও নিশাঙ্কা ও ক্রুসপুল্লের অবিচ্ছিন্ন ১৩৮ রানের জুটিতে ২৩ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় শ্রীলঙ্কা অনুর্ধ্ব-২৩ দল। নিশাঙ্কা ৫২ বলে ৬৭ ও ক্রুসপুল্লে ৪১ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ রানেই নাঈম শেখ, সাইফ হাসান ও আফিফ হাসানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে এরপর মহিদুল অঙ্কন ও ইয়াসির আলির ১১ ওভারে ৮০ রানের জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। অঙ্কন ৩৮ বলে ৪৪ রান করে ফিরে গেলেও দুর্দান্ত এক অর্ধশতক তুলে নেন ইয়াসির আলি। ৫ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫১ রান করে ফিরে যান তিনি।

শেষ দিকে জাকির হাসানের ১৭ বলে ২০ রানের ক্যামিওতে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রান করে বাংলাদেশ।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড