• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর্চারিতে দুই স্বর্ণ জিতল বাংলাদেশ 

  অধিকার ডেস্ক

০৮ ডিসেম্বর ২০১৯, ১২:১২
আর্চারি
আর্চারিতে দুইটি স্বর্ণ জয় (ছবি : সংগৃহীত)

নেপালের কাঠমান্ডুতে ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে সবচেয়ে বেশি স্বর্ণজয়ের সম্ভাবনা নিয়ে নেপালে গেছে বাংলাদেশ আর্চারি দল। সেই সম্ভাবনায় আলো ছড়িয়ে আর্চারির রিকার্ভে পুরুষ ও নারীর দলগত ইভেন্টে দুইটি স্বর্ণ জিতল বাংলাদেশ।

রবিবার (৮ ডিসেম্বর) রিকার্ভের দুই ইভেন্টের ফাইনালে বাংলাদেশের পুরুষ দল হারায় শ্রীলঙ্কাকে এবং নারী দল হারায় ভারতকে।

পুরুষ ইভেন্টে বাংলাদেশের প্রতিযোগীরা ছিলেন রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল।

আর্চারি থেকে সবমিলিয়ে অন্তত দশটি স্বর্ণ জয়ের অপেক্ষায় আছে বাংলাদেশ। যার প্রথমটি পেল বাংলাদেশ রিকার্ভের পুরুষদের দলগত ইভেন্ট থেকে।

চলতি গেমসে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে নয়টি স্বর্ণপদক। তায়কোয়ান্দোতে দীপু চাকমার স্বর্ণ জয় দিয়ে গেমসে বাংলাদেশের স্বর্ণালী সাফল্যের হাসি শুরু। কারাতে থেকে স্বর্ণ জেতেন আল আমিন। মেয়েদের কারাতেতে আরও দুটি স্বর্ণ জেতেন মারজানা আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। গেমসে বাংলাদেশকে পঞ্চম ও ষষ্ঠ স্বর্ণ এনে দেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও জিয়ারুল ইসলাম। ৭ ডিসেম্বর ফেন্সিংয়ে বাংলাদেশ স্বর্ণালী হাসি হাসে ফাতেমা মুজিবের সাফল্যে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড